For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২০ দিল্লি নির্বাচন: মমতার শুভেচ্ছা বার্তা অরবিন্দ কেজরিওয়ালকে! ফোনে কী বললেন তৃণমূল সুপ্রিমো

মমতার শুভেচ্ছা বার্তা কেজরিওয়ালকে! দিল্লি নির্বাচনের পর ফোনে কী বললেন তৃণমূল সুপ্রিমো

  • |
Google Oneindia Bengali News

'আপনি কি অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছা জানিয়েছেন..?' সাংবাদিকের প্রশ্নে জবাব এল , 'নিশ্চয়ই, কেন করব না?.. আমি খুব খুশি আপ জিতেছে'। বাঁকুড়া থেকে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি নির্বাচন ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছেন। এদিন তিনি ফোনে আপ নেতা কেজরিওয়ালকেও শুভেচ্ছা বার্তা জানান।

সোমবার: কেজরি-মমতা কথাবার্তা

সোমবার: কেজরি-মমতা কথাবার্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সোমবারই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের তরফে ফোন আসে। আর সেই ফোনে 'কনফিডেন্ট ' কেজরিওয়াল মমতাকে শপথ গ্রহণের আগাম আমন্ত্রণ করেন। আর সেই ফোনে মমতা শপথপাঠ অনুষ্ঠানে উপস্থিত থাকবার আগাম আমন্ত্রণও গ্রহণ করে নেন।

মঙ্গলবার:মমতা কেজরি কথা

মঙ্গলবার:মমতা কেজরি কথা

মঙ্গলবার সকাল থেকে দিল্লি নির্বাচন ঘিরে গণনার প্রাথমিক ট্রেন্ড আসতেই এটি সাফ হয়ে যায় যে দিল্লির মসনদে ফের একবার বসতে চলেছেন আরবিন্দ কেজরিওয়াল। খবর শুনেই মঙ্গলবার আপ-প্রধানকে ফোন করে মমতা। জানান শুভেচ্ছা বার্তা।

'আমি খুব খুশি আপ জিতেছে'

'আমি খুব খুশি আপ জিতেছে'

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া থেকে জানান যে তিনি আম আদমি পার্টির জয়ে খুশি। উল্লেখ্য, এর আগে মমতার দলের তরফে দিল্লি নির্বাচনে খোলাখুলি আপকে সমর্থনের বার্তা দেন ডেরেক ও ব্রায়ন। এরপর মমতা আজ বলেন, 'এই জয় কেজরিওয়ালজির জয়' । তাঁর দাবি, আম আদমি পার্টির উন্নয়নই কেজরিওয়াল শিবিরকে জিতিয়েছে।

শপথ গ্রহণে কি যাচ্ছেন মমতা?

শপথ গ্রহণে কি যাচ্ছেন মমতা?

দিল্লির নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ ঘিরে এদিন প্রশ্ন করা হয় মমতাকে। তাঁকে জিজ্ঞাসা করা হয় যে , তিনি কি দিল্লিতে শপথগ্রহণের দিন উপস্থিত থাকছেন?জবাবে মমতা জানান যে , তিনি চেষ্টা করবেন। এখন কিছুই বলতে পারছেন না। তবে এই বক্তব্য রাখার সময়ও মুখ্যমন্ত্রীর খোশ মেজাজই বলে দিচ্ছিল যে দিল্লি নির্বাচনের ফলাফল নিয়ে তিনি কতটা খুশি!

English summary
2020 Delhi election results, Mamata Banerjee wishes Arvind Kejriwal on assembly vote win .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X