For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাষষ্ঠীর আমেজে বৃষ্টির 'অনুষ্ঠান সূচি' কী বলছে! জেনেনিন আবহাওয়ার পূর্বাভাস

পুজোয় যে এবার বৃষ্টি হবেই , তা আগে থেকেই জাানিয়ে দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। বিহার ইতিমধ্যেই বৃষ্টির দুর্যোগগ্রস্ত। এদিকে, আকাশের কালো মেঘ আর মন ভার করা বৃষ্টি থেকে রেহাই পাননি বাংলার মানুষও।

  • |
Google Oneindia Bengali News

পুজোয় যে এবার বৃষ্টি হবেই , তা আগে থেকেই জাানিয়ে দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। বিহার ইতিমধ্যেই বৃষ্টির দুর্যোগগ্রস্ত। এদিকে, আকাশের কালো মেঘ আর মন ভার করা বৃষ্টি থেকে রেহাই পাননি বাংলার মানুষও। তবে প্রশ্ন এখন একটাই , যে মহাষষ্ঠী থেকে আগামী কয়েকদিন পুজোর বাংলায় বৃষ্টির কেমন হতে চলেছে?

আবহাওয়া দফতর কী জানিয়েছে?

আবহাওয়া দফতর কী জানিয়েছে?

বঙ্গোপোসাগরের উপর তৈরি হওয়া দক্ষিণ পশ্চিম ঝঞ্ঝার কারণে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি । উত্তর পূর্বের বিভিন্ন জায়গায় হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। শুক্র থেকে রবিবার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকবে। বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।

আশ্বিন নয় বর্ষার আকাশ ষষ্ঠীতে!

আশ্বিন নয় বর্ষার আকাশ ষষ্ঠীতে!

জানা গিয়েছে, কলকাতা ও তার সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত গোটা ষষ্ঠীর মেজাজ মাটি করতে চলেছে। কলকাতায় বৃষ্টিপাতের পাশাপাশি পূর্ব মেদিনীপুর, নদিয়া, দক্ষিণ ২৪ পরগনাতেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বলে আশঙ্কা।

ষষ্ঠীর আবহাওয়া রিপোর্ট

ষষ্ঠীর আবহাওয়া রিপোর্ট

এদিন ,কল্লোলিনী তিলোত্তমার তাপমাত্রা সর্বোচ্চ ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুজোর মেজাজে শহরজুড়ে বাড়বে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ। এদিন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ। যা নূন্যতম ৭৪ শতাংশে নামতে পারে।

[দশভূজা নয়, উমার এখানে অন্য রূপ! হাতে নেই কোনও অস্ত্র, মর্ত্যে আসেন শিবের কোলে চেপে][দশভূজা নয়, উমার এখানে অন্য রূপ! হাতে নেই কোনও অস্ত্র, মর্ত্যে আসেন শিবের কোলে চেপে]

English summary
2019 Durga puja weather, rain foretasted in mahashashthi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X