For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একনজরে ২০১৩ কামদুনি গণধর্ষণ ও খুনের ঘটনা

  • By Oneindia Staff Writer
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৯ জানুয়ারি : ২০১৩ সালের ৭ জুন কামদুনিতে ২১ বছরের এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয়। এই ঘটনায় অভিযোগ ছিল ৯ জনের বিরুদ্ধে। হেফাজতে থাকাকালীনই এদের মধ্যে এক অভিযুক্তের মৃত্যু হয়। বাকি ৮ জনের ক্ষেত্রে বৃহস্পতিবার রায়দান করে আদালত। ৬ জনকে দোষী সাব্যস্ত করলেও ২ জনকে তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস করা হয়। আজ দোষীদের সাজা ঘোষণা করবে আদালত।

একনজরে ২০১৩ কামদুনি গণধর্ষণ ও খুনের ঘটনা

গণধর্ষণ ও খুন : কবে ঠিক কী ঘটেছিল

  • ২০১৩ সালের ৭ জুন, কলেজ থেকে ফিরে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ভাইয়ের জন্য অপেক্ষা করছিল ছাত্রীটি। সেদিন হাল্কা বৃষ্টি পড়ছিল, তাই ভাইয়ের আসতে দেরি হচ্ছিল।
  • উত্তর ২৪ পরগনার বারাসতের কামদুনি গ্রামের ঘটনা। দেরি দেখে গ্রামের দিকে একাই সে হাঁটা দেয়। দিনের আলো তখনও উজ্জ্বল।
  • ফেরার পথে ৯ জন মদ্যপ অবস্থায় ওই ছাত্রীকে অপহরণ করে একটি নির্জন জায়গায় পাঁচিল ঘেরা অংশে নিয়ে যায়।
  • সেখানে ওই ছাত্রীকে গণধর্ষণ করার পর নৃসংশ ভাবে খুন করা হয়।
  • পরের দিন অর্থাৎ ৮ জুন ছাত্রীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়।

আন্দোলনের চেহারা নেয় কামদুনি

  • ছাত্রীর মৃতদেহ উদ্ধারের পর ক্ষুব্ধ গ্রামবাসীরা দোষীদের শাস্তি চেয়ে আন্দোলনের পথে নামে।
  • ক্ষুব্ধ গ্রামবাসীদের বিক্ষোভের মধ্যে পড়েন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম।
  • প্রতিবাদের ভাষা বারাসত থেকে বেরিয়ে ছড়িয়ে পড়ে কলকাতাতেও। বিভিন্ন সমাজকর্মী, মহিলা সংগঠন আন্দোলনে পা মেলায়।
  • বাংলা বুদ্ধিজীবী মহলের একটা বড় অংশ কলকাতায় এই আন্দোলনে যোগ দেন। এদের মধ্যে ছিলেন বিশিষ্ট অভিনেত্রী তথা চিত্র পরিচালক অপর্ণা সেন, কবি শঙ্খ ঘোষ, অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ও আরও অনেকে।
  • ১৭ জুন কামদুনি গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • গ্রামবাসীদের একাংশের ক্ষোভের মুখে পড়েন মুখ্যমন্ত্রী।
  • প্রতিবাদী টুম্পা কয়ালকে মাওবাদী তকমা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
  • কামদুনির প্রতিবাদ মঞ্চ থেকে সরে এল মৃতার পরিবার।
  • তবুও আন্দোলন চালিয়ে গেল কামদুনি প্রতিবাদ মঞ্চ।

একনজরে ২০১৩ কামদুনি গণধর্ষণ ও খুনের ঘটনা

অভিযুক্ত ও আসামী

  • কামদুনি কাণ্ডে অভিযোগ ছিল ৯ জনের বিরুদ্ধে। সাইফুল আলি, আনসার আলি, আমিরুল ইসলাম, ভোলা নস্কর, আমিন আলি, শেখ এমানুর ইসলাম ও গোপাল নস্কর।
  • এদের সবাইকেই অক্টোবরের শেষ সপ্তাহের মধ্যে পুলিশ গ্রেফতার করে।
  • এই ঘটনার মূল পাণ্ডা সাইফুল। যে নির্জন পাঁচিল ঘেরা জায়গায় নিয়ে গিয়ে ছাত্রীর ধর্ষণ করা হয়েছিল, সেই জায়গার কেয়ারটেকার ছিল সাইফুল।
  • ট্রায়ালের সময় হেফাজতে থাকাকালীন গোপাল নস্করের মৃত্যু হয়। তারপর অভিযুক্ত আটজন ট্রায়ালের মুখোমুখি হয়।

একনজরে ২০১৩ কামদুনি গণধর্ষণ ও খুনের ঘটনা

তদন্ত

  • জনরোষের মুখে কামদুনি কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • গণধর্ষণ ও খুনের ঘটনার ২২ দিন পর পেশ করা হয় প্রথম চার্জশিট।
  • প্রথম চার্জশিটে নাম ছিল না তিন অভিযুক্ত রফিক, আমিন ও নুর আলির। উল্লেখ ছিল না ফরেন্সিক রিপোর্টেরও।
  • কামদুনি কাণ্ডে অসম্পূর্ণ চার্জশিট দেওয়ায় আদালতে ভর্ৎসনার মুখে পড়তে হল সিআইডিকে।
  • এরপর দশদিনের মাথায় বারাসত আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে সিআইডি।
  • মামলা প্রভাবিত হওয়ার আশঙ্কায় আগস্ট মাসেই বারাসত আদালত থেকে কামদুনি মামলা সরিয়ে নিয়ে যাওয়া হয় কলকাতার নগর দায়রা আদালতে।
  • ২০১৩ সালের ১০ সেপ্টেম্বর শুরু হয় চার্জগঠনের প্রক্রিয়া।
  • অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ডি (গণধর্ষণ), ৩০২ (খুন), ২০১ (তথ্য লোপাট) এবং ১২০ বি (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় অভিযোগ আনা হয়।
  • ২০১৫ সালের ২২ ডিসেম্বর ট্রায়াল শেষ হয়।
  • ২০১৬ সালের ২৮ জানুয়ারি : ৬ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। ২ জনকে তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস করা হয়।
  • ২০১৬ সালের ২৯ জানুয়ারি : ৬ দোষীর সাজা ঘোষণা করে আদালত।
English summary
Six out of eight guilty in the gangrape and murder of a 20-year-old girl in 2013.Today their sentence will be delivered by session court.But what happend in between 2013 to 2016, the points are given here
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X