আজকের করোনা রিপোর্টে বাংলায় দৈনিক আক্রান্তের সংখ্যা কোনদিকে! একনজরে পরিসংখ্যান
দেশে ইতিমধ্যেই করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। এদিক, এমন পরিস্থিতিতে টিকাকরণের মাঝে স্বস্তি যোগাচ্ছে রাজ্যের করোনা রিপোর্ট। ২০ জানুয়ারি রাজ্যে করোনা রিপোর্টে দেখা গিয়েছে, পশ্চিমবঙ্গে মোট ৫,৬৬৪৮২ জন করোনা আক্রান্ত। সুস্থ হয়েছেন মোট ৫,৪৯,৭২৭জন। সুস্থতার হার ৯৭ শতাংশ।

দৈনিক আক্রান্ত কমছে!
রাজ্যে সুস্থতার হার ক্রমেই বাড়ছে যেমন , তেমনই স্বস্তি এনেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যে গতকাল জানানো হয় নতুন করে আক্রান্তের সংখ্যা ছিল ৮১২ জন। তবে এদিন ২০ জানুয়ারির রিপোর্ট বলছে , গত ২৪ ঘণ্টায় নতু করে আক্রান্ত ৪০৯ জন।

কলকাতার পরিস্থিতি
কলকাতায় মোট করোনা আক্রান্ত ১,২৭,০০৬ জন। করোনা থেকে মুক্তি পেয়েছেন ১,২২৬৫০ জন। মৃত্যু হয়েছে মোট ৩,০৪৮ জনের। শহরের সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৩০৮ জন।এদিকে, কলকাতার ঘাড়ে কার্যত নিঃশ্বাস ফেলছে উত্তর ২৪ পরগনার করোনায় মোট আক্রান্তের সংখ্যা।

দুই ২৪ পরগনার পরিস্থিতি
উত্তর ২৪ পরগনায় মোট আক্রান্তের সংখ্যা ১,২০, ৭৪৪ জন। করোনা মুক্ত হয়েছেন, ১,১৬,৫৪৪ জন। মোট মৃতের সংখ্যা ২,৪৪৬ জন। এদিকে, দক্ষিণ ২৪ পরগনায় মোট আক্রান্তের সংক্যা ৩৬,৮০২ জন, মোট করোনা মুক্ত হয়েছেন ৩৫,৭৮০ জন, মৃতের সংখ্যা ৭০৫ জন।

হাওড়া ও হুগলি উদ্বেগে রাখছে!
হাওড়াতে মোট আক্রান্তে সংখ্যা ৩৫,৩৪৩ জন। করোনা থেকে মুক্তি পেয়েছেন এই জেলার ৩৪,০১৫ জন। করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১০৩৫ জন। মোট সক্রিয় আক্রান্ত ২৯৩ জন। হুগলিতে মোট ক্রান্ত ২৯,২৩০ জন। করোনা মুক্ত হয়েছেন ২৮৪৪০ জন। মোট মৃতের সংখ্যা করোনায় ৪৮২ জন। সক্রিয় আক্রান্ত ৩০৮ জন।

জেলার পরিস্থিতি
বাংলার বুকে দার্জিলিংয়ে আক্রান্তের সংখ্যা উত্তরবঙ্গকে খানিকটা উদ্বেগে রাখছে। দার্জিলিংয়ে মোট আক্রান্ত ১৮,১৮৫ জন,জলপাইগুড়িতে মোট আক্রান্ত ১৪,৫৮২ জন, মালদায় মোট আক্রান্ত ১২,৬০৫ জন, মুর্শিদাবাদে ১২,২০৪ জন। নদিয়ায় ২২,৩৪৬ জন আক্রান্ত। পূর্ব মেদিনীপুরে ২০,১১৯ জন আক্রান্ত করোনায়। পশ্চিম মেদিনীপুরে মোট আক্রান্ত ১৬,০৫১ জন।