এক রাতেই ১৫ জনের শরীরে সংক্রমণ! আচমকাই বদলে গেল বাংলায় করোনা পরিস্থিতি
হঠাৎ বদলে গেল বাংলার করোনা আক্রান্তের সংখ্যাটা। মঙ্গলবার রাতে এক লাফে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৭। শুধু মঙ্গলবারই আক্রান্ত হলেন ১৫ জন। রাতেই ১০ জন করোনা আক্রান্তের খোঁজ মেলে। মৃত্যু বেড়ে দাঁড়ায় পাঁচে। ফলে ধীরে ধীরে বাংলাতেও করোনার প্রাদুর্ভাব বাড়ছে। বাড়ছে মৃত্যু।

মঙ্গলবার সন্ধ্যায় রিপোর্ট আসার পরই স্পষ্ট হয়ে যায় আরও ১০ জনের শরীরের নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ পজিটিভ। আলিপুরের চিকিৎসকের ছেলে, মেয়ে ও স্ত্রী- তিনজনের শরীরেই মিলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। শ্রীরামপুরের হাসপাতালে চিকিৎসাধীন দু-দনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ।
এছাড়া এগরার এক ব্যক্তির শরীরে সংক্রমণ মিলেছে। আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর শরীরে মিলেছে করোনা ভাইরাসের উপস্থিতি। পাশাপাশি দমদম আইএলএস হাসপতালে ইতালির মিলান ফেরত এক প্রৌঢ়ার শরীরে মিলেছে করোনা সংক্রমণ।
মঙ্গলবার সন্ধ্যায় দুজনের মৃত্যু হয়েছে, তাঁদের শরীরেও মিলেছে করোনার সংক্রমণ। মল্লিকফটকের বাসিন্দা ৫২ বছরের এক প্রৌঢ়ের মৃত্য হয় গোরাবাড়ি আইএলএস হাসপাতালে। আর এনআরএসে মৃত্যু হয় ৬২ বছরের এক ব্যক্তির। দুজনের শরীরের কতরোনা ভাইরাস পজিটিভ মিলেছে।
বর্তমান পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৭। মৃত্যু বেড়ে ৫। তিনজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে রোগমুক্তির পর। এখন ২৯ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ৭ জন রয়েছেন ভেন্টিলেশনে। বাকি ২২ জনের শারীরিক অবস্থা স্থিতিশীল।