For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গল সাফাইয়ের সময় ১৪ টি সদ্যোজাতের পচাগলা দেহ উদ্ধার, চাঞ্চল্য কলকাতার বুকে

হরিদেবপুরের এক পাঁচিল ঘেরা জমিতে সকালে চলছিল সাফাইয়ের কাজ। আর সেই সময়ই উদ্ধার হয় প্যাকেটবন্দি সদ্যোজাত ১৪টি সদ্যোজাত শিশুর মৃতদেহ।

  • |
Google Oneindia Bengali News

হরিদেবপুরের এক পাঁচিল ঘেরা জমিতে সকালে চলছিল সাফাইয়ের কাজ। আর সেই সময়ই উদ্ধার হয় প্যাকেটবন্দি সদ্যোজাত ১৪টি সদ্যোজাত শিশুর মৃতদেহ। পচাগলা অবস্থায় এই শিশুদের মৃততেহ উদ্ধার হওয়াতে ফলে স্বভাবতই ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনার খবর পেয়েই পৌঁছে যান মেয়র, পৌঁছে যান পুলিশের পদস্থ কর্তারাও। শুরু হয়ে গিয়েছে তদন্ত।

কলকাতার বুকে প্লাস্টিক-বন্দি ভ্রূণ উদ্ধারের ঘটনায় পুলিশ যা জানালকলকাতার বুকে প্লাস্টিক-বন্দি ভ্রূণ উদ্ধারের ঘটনায় পুলিশ যা জানাল

১৪ টি সদ্যোজাতর পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য কলকাতার বুকে

এক সাফাই অভিযানকে কেন্দ্র করে ১৪ টি শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে চরম চাঞ্চল্য কলকাতার হরিদেবপুরে। প্লাস্টিক বন্দি অবস্থায় ভ্রূণ ও সদ্যোজাত শিশুর দেহ উদ্ধার হওয়াতে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে এর সঙ্গে কোনও গর্ভপাত চক্র ও শিশু পাচার চক্রের যোগ রয়েছে কী না! এলাকার বিভিন্ন নার্সিং হোমে আপাতত শুরু হয়ে গিয়েছে পুলিশি অভিযান।

পচাগলা ভ্রূণ ছিল প্লাস্টিকে বন্দি! হরিদেবপুরের ঘটনা ঘিরে কয়েকটি চাঞ্চল্যকর তথ্যপচাগলা ভ্রূণ ছিল প্লাস্টিকে বন্দি! হরিদেবপুরের ঘটনা ঘিরে কয়েকটি চাঞ্চল্যকর তথ্য

উল্লেখ্য, সকালে পুরকর্মীরা এই পাঁচিল ঘেরে জায়গাটিতে সাফাইয়ের কাজে যান। সেখানে একের পর এক শিশুর প্লাস্টিকবন্দি মৃতদেহ উদ্ধার হতে থাকে। ঘটনার কথা সঙ্গে সঙ্গে জানানো হয় পুলিশকে। ঘটনাস্থলে আসেন পুলিশের পদস্থ কর্তারা। আসেন মেয়র শোভন চট্টোপাধ্যায়। গোটা বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

English summary
14 deadbodies of newly born recovered in west bengal's horidebpur.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X