For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আন্দুলে এসএফআই সমর্থক পিটিয়ে খুনে ১৩ তৃণমূল ছাত্র নেতা বেকসুর! কোন পথে মামলা

হাওড়ার আন্দুলে প্রভু জগবন্ধু কলেজের ছাত্র এসএফআই সমর্থক স্বপন কোলে খুনের ঘটনায় বেকসুর খালাস পেল অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা-সহ ১৩ জন টিএমসিপি কর্মী-সমর্থক।

Google Oneindia Bengali News

হাওড়ার আন্দুলে প্রভু জগবন্ধু কলেজের ছাত্র এসএফআই সমর্থক স্বপন কোলে খুনের ঘটনায় বেকসুর খালাস পেল অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা-সহ ১৩ জন টিএমসিপি কর্মী-সমর্থক। উপযুক্ত প্রমাণ অভাবে তাদের বেকসুর খালাসের নির্দেশ দিয়েছে হাওড়া জেলা আদালত। মঙ্গলবার হাওড়া সেকেন্ড ফাস্ট ট্র্যাক কোর্টে এই মামলার রায়দান হয়।

আন্দুলে এসএফআই সমর্থক পিটিয়ে খুনে ১৩ তৃণমূল ছাত্র নেতা বেকসুর! কোন পথে মামলা

২০১০ সালের ১৬ ডিসেম্বরের ঘটনা। প্রভু জগৎবন্ধু কলেজের বিকম প্রথম বর্ষের ছাত্র স্বপন কোলেকে পিটিয়ে মারা হয় কলেজের মধ্যেই। অভিযোগের তির ছিল তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছিল তৃণমূল নেতা তুষার ঘোষ-সহ ১৩ জন টিএমসিপি কর্মী-সমর্থকের বিরুদ্ধে। এই ঘটনার অদ্যাবধি পরেই তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। এরপর চার্জশিট জমা দিতেই তিন বছর কেটে যায়। ২০১৩ সালে চার্জশিট পেশ করে পুলিশ।

অভিযোগ ছিল, চার্জশিটে অনেক লঘু ধারা দেওয়া হয়েছিল অভিযুক্তদের বিরুদ্ধে। পরিকল্পিত খুনের ধারার পরিবর্তে অনিচ্ছাকৃত খুনের মামলা বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছিল। এর ফলে অভিযুক্তরা বাড়তি সুবিধা পায় বলেও অভিযোগ। এখন সেই অভিযোগও ধোপে টিকল না। অভিযুক্তরা বেকসুর খালাস পেয়ে গেল প্রমাণাভাবে।

এই মামলায় এদিন রায়দান হয় হাওড়া জেলার দ্বিতীয় ফাস্ট ট্র্যাক কোর্টে। অভিযুক্তরা সকলেই জামিনে মুক্ত ছিলেন। তাদের উপস্থিতিতেই এদিন মামলার রায়দান হয়। মামলার রায়ে সবাই বেকসুর খালাস পায়। ফলে প্রশ্ন উঠে যায় এই রায় নিয়ে। স্বপন কোলের খুনের ঘটনায় সুবিচারের আশায় উচ্চ আদালতে আবেদন করা হতে পারে। এদিন হাওড়া আদালত চত্বর মুড়ে দেওয়া হয় পুলিশি নিরাপত্তায়।

English summary
13 TMCP leaders is acquitted in SFI supporter murder case in Howrah District court’s verdict,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X