বীরভূম বারুদের স্তূপে ! ১২০ টি বোমা উদ্ধারে গ্রেফতার ৩৯৯ জন, তুমুল চাঞ্চল্য
শনিবার রাত থেকে বীরভূম জেলার বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার করে পুলিশ। জেলার লাভপুর, মল্লারপুর, পাড়ুই, নানুর, রামপুরহাট, সদাইপুর এলাকার বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে প্রায় ১২০টি বোমা উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেগে জোলাজুড়ে ৩৯৯ জনকে গ্রেফতার কার হয়েছে বলে খবর।

এছাড়াও বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত রয়েছে এমন প্রায় চারশ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার পুলিশ সুপার শ্যাম সিং জানান এই তল্লাশি অভিযানে দশটি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু গুলি উদ্ধার করা হয়েছে। বোমা ও বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য এই ধরনের তল্লাশি চলবে বলে জানান তিনি।
নির্বাচন মিটে যাওয়ার পরও বীরভূম জেলার বিভিন্ন স্থানে রাজনৈতিক সনঘর্ষ হয়, বেশ কয়েকটি এলাকার বোমা বাজি হয়। সম্প্রতি মল্লারপুর ও লাভপুর থানা এলাকায় বিস্ফোরণ ঘটে। তার পরে ই এই তল্লাশি চালিয়েছে পুলিশ।
এদিন সকালে সাত্তোর এলাকার এক বিজেপি কর্মীর বাড়িতে বেশ কিছু বোমা উদ্ধার হয়েছে। পুলিশ সেখানে অভিযানে গেলে বোমা ছোড়া হয় বলে অভিযোগ।