১২ জানুয়ারি পশ্চিমবঙ্গের করোনা রিপোর্টে কলকাতা কোন জায়গায়! জেলার পরিস্থিতি সহ পরিসংখ্যান একনজরে
রাজ্যে ১৩ জানুয়ারি মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ ,৬২,৭৯৫জন। গোটা দেশের সঙ্গে বাংলাতেও করোনার দাপট খানিকটা নিয়ন্ত্রণে। তবে শহরের বুকে ভ্যাকসিন পা রাখার সুংসবাদের মধ্যেই কলকাতা জুড়ে যেভাবে করোনার পরিসংখ্যান আসছে ,তাতে উদ্বেগ থেকে কেউই বের হতে পারছে না।গত ১২ জানুয়ারি পর্যন্ত রাজ্যো মোট আক্রান্ত ছিলেন ৫,৬২,০৭২ জন। আর ১৩ জানুয়ারি ৭২৩ জন নতুন করে আক্রান্ত হন। মোট মৃতের সংখ্যা ছুঁয়েছে ৯৯৯৩ জনে। সক্রিয় আক্রান্ত ৭৩০৩ জন। একনজরে দেখা যাক কলকাতা সহ জেলার পরিস্থিতি।


কলকাতার করোনা পরিস্থিতি
১৩ জানুয়ারি পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশ করা করোনা বুলেটিনে দেখা যাচ্ছে, কলকাতায় মোট আক্রান্তের সংখ্যা ১২৬০৯১ জন। করোনা মুক্ত হয়েছেন ১২১৫৭৩ জন। মোট মৃতের সংখ্যা ৩০৩১ জনষ শহরে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৪৮৭ জন।

দুই ২৪ পরগনার পরিস্থিতি
এদিকে উত্তর ২৪ পরগানতেও সমান তালে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে অন্যান্য জেলার তুলনায়। তবে উত্তর ২৪ পরগানকে মোট আক্রান্তের সংখ্যায় ছাপিয়ে গিয়েছে কলকাতা। উত্তর ২৪ পরগনায় মোট আক্রাব্ত ১১৯৬৭১ জন, মোট করোনামুক্ত হয়েছেন ১১৫৫২৫জন। মোট মৃতের সংখ্যা ২৪১৫ জন। দক্ষিণ ২৪ পরগনায় মোট আক্রান্ত ৩৬, ৬০২ জন। মোট করোনা মুক্ত হয়েছেন ৩৫, ৬২৭ জন। মোট মৃতের সংখ্যা ৬৯৮ জন।

হাওড়া ও হুগলির পরিস্থিতি
এদিকে, উদ্বেগে রাখছে হাওড়া ও হুগলির মতো জেলা। হাওড়ায় মোট আক্রান্তের সংখ্যা ৩৫,১৫৭ জন। মোট করোনা মুক্ত হয়েছেন ৩৩৭৮৪ জন। এপর্যন্ত করোনায় হাওড়ায় মারা গিয়েছেন ১০২৮ জন। মোট সক্রিয় আক্রান্ত ৩৪৫জন। হুগলিতে মোট আক্রান্তের সংখ্যা ২৯,০৬১ জন। করোনা থেকে এখনও পর্যন্ত মুক্ত হয়েছেন ২৮,১৯৩ জন। মৃতের সংখ্যা হুগলিতে এখনও পর্যন্ত মো ৪৭৫ জন। মোট সক্রিয় আক্রান্ত ৩৯৩ জন।

পশ্চিমবঙ্গের অন্যান্য জেলার পরিস্থিতি
আলিপুরদুয়ারে মোট আক্রান্ত ৭৬৭০ জন, মৃতের সংখ্যা ৮৫, করোনা মুক্ত ৭৫৪৫ জন। কোচবিহারে মোট আক্রান্ত ১১৭৬৩ জন। মৃত ৭২ জন। দার্জিলিংয়ে মোট আক্রান্ত ১৮০৮৭ জন, মৃত ২০০ জন। কালিম্পংয়ে আক্রান্ত মোট ২১৯৫ জম, মৃত ২৪, দলপাইগুড়িতে মোট আক্রান্ত ১৪, ৫২৬ জন, মৃত ১৫৭ জন। মালদায় মোট আক্রান্ত ১২,১০৯, মৃত ১১৩জন, মুর্শিদাবাদে মোট আক্রান্ত ১২ মডত ১৪৭ জন। নদীয়ায় মোট আক্রান্ত ২২,২০৯, মৃত ৩০৪ জন।পশ্চিম মেদিনীপুরে মোট আক্রান্ত ২০,০৭১ মৃত ৩০৭,পূর্ব মেদিনীপুরে মোট আক্রান্ত ২০,৪০৭, মৃত ২৭৮ জন। পূপ্ব বর্ধমানে মোট আক্রান্ত ১২,৪৮৮ জন, মৃত ৯৭ জন। পশ্চিমবর্ধমানে মোট আক্রান্ত ১৫,৮৭৮ জন, মৃত ১৬৪ জন।
শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট