For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল কংগ্রেসে ভাঙন বালুরঘাটে, বিজেপিতে যোগদানের হিড়িকে লোকসভা দখলের স্বপ্ন

ফের ভাঙন তৃণমূল কংগ্রেসে। এবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন শতাধিক কর্মী। বেলবারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গুড়িয়া পাড়ায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।

  • |
Google Oneindia Bengali News

ফের ভাঙন তৃণমূল কংগ্রেসে। এবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন শতাধিক কর্মী। বেলবারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গুড়িয়া পাড়ায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার এই হিড়িক গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই বলে মনে করছে রাজনৈতিক মহল। দীর্ঘদিন ধরেই গোষ্ঠীদ্বন্দ্ব লেগেছিল। তার মাশুল গুণতে হল তৃণমূলকে।

গ্রাম পঞ্চায়েতে তৃণমূল রাজ

গ্রাম পঞ্চায়েতে তৃণমূল রাজ

এই গ্রাম পঞ্চায়েতের সব আসন দখল করেছিল তৃণমূল। তারপরও গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার ছিল শাসক দল। অল উইন হয়েও নানা দ্বন্দ্ব লেগেছিল। এলাকায় অনেকেই সরকারি প্রকল্পের সুবিধা পেতেন না বলে অভিযোগ। তার উপর পঞ্চায়েত ভোটের সময় গুড়িয়া পাড়ায় নিজের ভোট নিজে দিতে না পারার অভিযোগও ছিল।

ক্ষোভ তৃণমূলের বিরুদ্ধে

ক্ষোভ তৃণমূলের বিরুদ্ধে

গঙ্গারামপুর ব্লকে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছিল। তার ফলেই দলবদল করল একটা অংশ। যাঁরা এতদিন তৃণমূল করেও বঞ্চিতের দলে ছিলেন, তারা দলবদল করলেন। শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে তুলে নিলেন বিজেপির পতাকা। বিজেপি সহ সভাপতি প্রদীপকুমার সরকার ও ব্লক সভাপতি সনাতন কর্মকার তাদের হাতে গেরুয়া পতাকা তুলে দেন।

লোকসভার আগে শক্তিশালী বিজেপি

লোকসভার আগে শক্তিশালী বিজেপি

তৃণমূলে ভাঙন ধরিয়ে বিজেপি সহ সভাপতি বলেন, লোকসভা ভোটোর আগে বিজেপির ক্ষমতা বাড়ল এই যোগদানের ফলে। তৃণমূলের বড় নেতা যোগ না দিলেও, নিচুতলার কর্মীরা যে দল বদলাচ্ছে, তাতে অক্সিজেন পাচ্ছে বিজেপি। পঞ্চায়েতে প্রাথমিক ধাক্কা দেওয়া গেছে তৃণমূলকে। এবার তৃণমূল ভেঙেই তৃণমূলের ঘরে আঘাত পৌঁছনোর পথ প্রশস্ত করছে বিজেপি নেতৃত্ব।

বালুরঘাট লোকসভা দখলের স্বপ্ন

বালুরঘাট লোকসভা দখলের স্বপ্ন

জেলা বিজেপি নেতৃত্বের দাবি, যেভাবে নিচুতলায় তৃণমূল ভাঙছে, তাতে এখন থেকেই বালুরঘাট লোকসভা দখলের স্বপ্ন দেখতে শুরু করেছে বিজেপি। বিজেপি মনে করছে, এবার বালুরঘাট লোকসভা তাঁরাই জিতবেন। এই দলবদল বিজেপির জয়ের আগাম পূর্বাভাস বলেই মনে করছেন তাঁরা।

কেন দলবদল, ব্যাখ্যা দলত্যাগীদের

কেন দলবদল, ব্যাখ্যা দলত্যাগীদের

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া পতিত তরফদার বলেন, আমরা তৃণমূল করলেও কোনওরকম সুযোগ-সুবিধা পেতাম না। উল্টে ভোটের সময়ে তৃণমূল কর্মীরা আমাদেরকেই ভয় দেখাত। ভোট দেওয়ার অধিকার থেকেও তাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল। তার জবাব দিতেই বিজেপিতে যোগ দিলাম।

দলে ভাঙন নিয়ে কী বলছে তৃণমূল

দলে ভাঙন নিয়ে কী বলছে তৃণমূল

তৃণমূল নেতৃত্বের স্পষ্ট জবাব, ওরা কেউ আমাদের দলের কর্মী ছিলেন না। ওঁরা অন্য দল করত। এখন বিজেপির সঙ্গেই ছিল। এধার-ওধার থেকে নিয়ে এসে বিজেপি প্রচারের জন্য নিজেদের সমর্থকদেরই যোগদান করাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা সর্বত্র প্রবাহিত। সমস্ত মানুষ তা পাচ্ছেন, কেউ তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবেন না, এই বিশ্বাস আমাদের রয়েছে।

English summary
100 workers join in BJP leaving Trinamool Congress in South Dinajpur. BJP dreams to win Loksabha Election,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X