For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচনী প্রক্রিয়া নিয়ে গুরুতর অভিযোগ, কমিশনে যাচ্ছেন ১০ তৃণমূল সাংসদ

নির্বাচনী প্রক্রিয়া নিয়ে গুরুতর অভিযোগ তুলে কমিশনের (election commission) দ্বারস্থ হতে চলেছেন, তৃণমূল কংগ্রেসের (trinamool congress) ১০ সাংসদ। এদিন বেলা ১২টার সময় তাঁরা কমিশনে যাচ্ছেন বলে জানা গিয়েছে। কমিশনে অভিযোগ

  • |
Google Oneindia Bengali News

নির্বাচনী প্রক্রিয়া নিয়ে গুরুতর অভিযোগ তুলে কমিশনের (election commission) দ্বারস্থ হতে চলেছেন, তৃণমূল কংগ্রেসের (trinamool congress) ১০ সাংসদ। এদিন বেলা ১২টার সময় তাঁরা কমিশনে যাচ্ছেন বলে জানা গিয়েছে। কমিশনে অভিযোগ জানানো পরে তাঁরা সাংবাদিক সম্মেলন করতে পারেন বলেও জানা গিয়েছে।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নিয়ে অভিযোগ

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নিয়ে অভিযোগ

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মূলত তাদের অভিযোগ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর নিয়ে। দুই জেলায় কেন্দ্রীয় বাহিনীর থেকে বিজেপি সুবিধা নিচ্ছে বলে অভিযোগ ঘাসফুল শিবিরের। সাংসদদের অভিযোগের তালিকায় আর বিভিন্ন বিষয় রয়েছে বলে জানা গিয়েছে।

পটাশপুরে হামলার ঘটনায় জড়িত বিজেপি

পটাশপুরে হামলার ঘটনায় জড়িত বিজেপি

তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, শুক্রবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে আড়গোয়ালে যে সংঘর্ষ হয়েছে, সেই ঘটনায় বিজেপি জড়িত। ওই ঘটনায় পটাশপুরের আইসি দীপককুমার চক্রবর্তী এবং কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান আহত হয়েছে। আইসিকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে কলকাতায় পাঠানো হয়েছে। বিজেপির অভিযোগ রাতের অন্ধকারে হামলায় চালিয়েছে তৃণমূল। যা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেছে গেরুয়া শিবির। অন্যদিকে পাল্টা অভিযোগ করে তৃণমূল দাবি করেছে হামলা করেছে বিজেপি। এই ঘটনাটিও এদিন তৃণমূলের সাংসদরা নির্বাচন কমিশনের সামনে তুলে ধরতে পারেন

ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বৈঠক

ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে বৈঠক

নন্দীগ্রাম-১-এৎ বিডিও অফিসে বসে পর্যবেক্ষকের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। অভিযোগ এই বৈঠকের সময় বিডিওকে তাঁর অফিসের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। যদিও পর্যবেক্ষকের জন্য সেখানে আলাদ একটি ঘর বরাদ্দ করা হয়েছিল। একাধিক পুলিশ কর্তাকে নিয়ে বিজেপির তরফে অভিযোগ তোলা হয়েছে। যদিও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে পর্যবেক্ষকের বৈঠক নিয়ে অভিযোগ তুলেছে তৃণমূল। কেন্দ্রীয় মন্ত্রী অবশ্য জানিয়েছেন, স্থানীয় পুলিশের বিরুদ্ধে তিনি অভিযোগ জানিয়েছেন পর্যবেক্ষকের কাছে।

বহিরাগত অভিযোগে সরব তৃণমূল

বহিরাগত অভিযোগে সরব তৃণমূল

শুক্রবারে নির্বাচন কমিশনের দপফরে গিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার এবং ডেরেক ও'ব্রায়েন। সেখানে তাঁরা অভিযোগ করেছিলেন পটাশপুর, ভগবানপুর, খেজুরি, এগরা, নন্দীগ্রামে বাইরের দুষ্কৃতীদের এনে রাখা হয়েছে। ওইসব এলাকায় কেন্দ্রীয় বাহিনী ঢুকছে না বলে অভিযোগ করেছিলেন তাঁরা। এরপরেই নির্বাচন কমিশনের তরফে বহিরাগতদের খোঁজে তল্লাশির নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

শালবনিতে বুথের সামনে সুশান্ত ঘোষের ওপর তৃণমূলের হামলার অভিযোগ, রিপোর্ট তলব নির্বাচন কমিশনেরশালবনিতে বুথের সামনে সুশান্ত ঘোষের ওপর তৃণমূলের হামলার অভিযোগ, রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

English summary
10 Trinamool Congress MPs will visit the state Election Commission
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X