For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে গিয়েই মোহভঙ্গ! একে একে ঘরে ফিরছেন দলত্যাগীরা, ফের জোয়ার তৃণমূলে

কোচবিহারে একের পর এক গোষ্ঠীকোন্দলের জেরে পিছিয়ে পড়ছিল তৃণমূল। লোকসভায় বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে সমস্ত গোষ্ঠী এক জায়গায় আসার পরই ঘুরে দাঁড়াচ্ছে তৃণমূল।

  • |
Google Oneindia Bengali News

কোচবিহারে একের পর এক গোষ্ঠীকোন্দলের জেরে পিছিয়ে পড়ছিল তৃণমূল কংগ্রেস। লোকসভায় বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে সমস্ত গোষ্ঠী এক জায়গায় আসার পরই ঘুরে দাঁড়াচ্ছে তৃণমূল। কয়েকদিন আগেই জেলা সভাপতি তথা মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের হাত ধরে পঞ্চায়েত প্রধানরা ঘরে ফিরেছিল। এবার বিধায়ক উদয়ন গুহের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন ১০ পঞ্চায়েত সদস্য।

তৃণমূলে ফিরে আসছেন দলত্যাগীরা

তৃণমূলে ফিরে আসছেন দলত্যাগীরা

লোকসভা ভোটের আগে দলের প্রতি বিমুখ হয়েছিলেন পঞ্চায়েত সদস্যরা। তার প্রভাব পড়েছিল ভোটের ফলে। লোকসভা ভোটের পর তারাই দল বেঁধে যোগ দেন বিজেপিতে। এবার তাঁদেরই মোহভঙ্গ হয়েছে বিজেপিতে। বিজেপি ছে়ড়ে তাঁরা আবার পুরনো দল তৃণমূলে ফিরে আসছেন। তৃণমূলের হারানো জমি পুনরুদ্ধার হচ্ছে দিনহাটা তথা কোচবিহারে।

১৭ সদস্যের ১৪ জন দল ছেড়েছিলেন

১৭ সদস্যের ১৪ জন দল ছেড়েছিলেন

দলত্যাগীরা এতদিন পর দলে ফিরে আসায় তৃণমূল নেতৃত্বও খুশি। কোচবিহার দিনহাটার সাহেবগঞ্জ পঞ্চায়েত তৃণমূলের দখলে ছিল। নির্বাচনে ভরাডুবির পর দলীয় কর্মী তথা পঞ্চায়েত সদস্যদের মধ্যে দলত্যাগের প্রবণতা লক্ষ্য করা যায়। তাঁরা ঘটা করে বিজেপিতে যোগদান করেন। ১৭ জন পঞ্চায়েত সদস্যের ১৪ জন বিজেপিতে যোগদান করেন।

বিজেপিতে মোহভঙ্গ, ১০ জনের ঘরে ফেরা

বিজেপিতে মোহভঙ্গ, ১০ জনের ঘরে ফেরা

তাঁদের মধ্যে ১০ জন ফিরে এলেন তৃণমূলে। ফলে দিনহাটার হারানো মাটিতে তৃণমূল ঘুরে দাঁড়ানোর রসদ পায়। ফের সংখ্যাগরিষ্ঠতা ফিরে পায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। লোকসভার ফলে নিরাশ হয়ে অনেকে দলত্যাগ করেছিলেন। বিজেপিতে গিয়েই তাঁদের মোহভঙ্গ হয়েছে। তাঁরা তৃণমূলে ফেরার ইচ্ছাপ্রকাশ করেন।

জনসংযোগেই অক্সিজেন পাচ্ছে তৃণমূল

জনসংযোগেই অক্সিজেন পাচ্ছে তৃণমূল

উদয়ন গুহ জানান, বিজেপিতে যাওয়ার পরই বীতশ্রদ্ধ হয়ে দলত্যাগীরা যোগাযোগ করেছিলেন তাঁর সঙ্গে। সেইমতো তাঁদের ফিরিয়ে আনা হল দলে। তিনি বলেন, শুধু এ জেলায় নয়, বিভিন্ন ক্ষেত্রেই দলত্যাগীরা ফের তৃণমূলে ফিরে আসছেন। লোকসভা নির্বাচনে ভরাডুবির পর শাসকদলের তরফে বিভিন্নরকম পদক্ষেপ নেওয়া হয়েছে, জনসংযোগে জোর দেওয়া হয়েছে। তাতেই কর্মীরা বাড়তি অক্সিজেন পাচ্ছেন বলে অভিমত উদয়নের।

English summary
10 Panchayat members of Coochbehar rejoin in TMC leaving BJP within a month. TMC gets oxygen from their comeback.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X