For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০ জানুয়ারি রাজ্যে করোনার রিপোর্টে কলকাতার পরিস্থিতি কেমন! দুই ২৪ পরগনা সহ জেলার তথ্য একনজরে

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে ৯ জানুয়ারি পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা মোট ৫,৫৯,৮৮৬ ছিল। পরবর্তী পর্যায়ে ১০ জানুয়ারি করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২৩ জনে। ফলে আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত রাজ্যে ৫,৬০,৭০৯ জন। এঁদের মধ্যে সক্রিয় আক্রান্ত ৭৮৮১। আক্রান্তদের ছাড়া পাওয়ার শতাংশ ৯৬। এবার দেখা যাক রাজ্যের জেলাগুলির পরিস্থিতি করোনার জেরে কেমন।

কলকাতার পরিস্থিতি

কলকাতার পরিস্থিতি

প্রসঙ্গত, গতকাল থেকেই দেখা গিয়েছে, দুই ২৪ পরগনাকে ছাপিয়ে রাজ্যে করোনা সংক্রমণে এগিয়ে রয়েছে কলকাতা। কলকাতায় মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ১,২৫,৫২৮ জন। করোনা মুক্ত হয়েছেন ১,২০ ৯০৩ জন। মৃতের সংখ্যা ৩০১৩ জন। সক্রিয় ভাবে আক্রান্ত ১৬১২জন।

 দুই ২৪ পরগনার পরিস্থিতি

দুই ২৪ পরগনার পরিস্থিতি

রাজ্যে কলকাতার পরই উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে দুই ২৪ পরগনার। উত্তর ২৪ পরগনায় ১,১৯০১৪ জন আক্রান্ত। দক্ষিণ ২৪ পরগনায় ৩৬,৪৮২ জন আক্রান্ত। উত্তর ২৪ পরগনায় মোট করোনা মুক্তের সংখ্যা ১,১৪,৮৯২ জন। দক্ষিণ ২৪ পরগনায় করোনা মুক্ত হয়এছেন ৩৫, ৫২৫ জন। মৃতের সংখ্যায় উত্তর ২৪ পরগনা ২৩৯৯ এর গণ্ডিতে দাঁড়িয়ে, সেখানে দক্ষিণ ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৬৩৯ জন।

 হুগলির পরিস্থিতি

হুগলির পরিস্থিতি

এদিকে, সংক্রমণের হার অন্যান্য জেলার মতোই হু হু করে বাড়তে দেখা গিয়েছে হুগলিতে। সেখানে করোনায় মোট আক্রান্ত ২৮, ৯৫৪ জন। করোনা মুক্ত ২৮০৪৪ জন। হুগলিতে করোনায় মৃত্যু হয়েছে ৪৭২ জনের।

হাওড়া ও অন্যান্য জেলার পরিস্থিতি

হাওড়া ও অন্যান্য জেলার পরিস্থিতি

হাওড়ায় মোট আক্রান্ত ৩৫ ০৫৩ জন। করোনা মুক্ত ৩৩৬৪৩জন। এদিকে, হাওড়ায় করোনায় মৃত্যু হয়েছে ১,০২৬ জনের। সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩৮৪ জন। আলিপুরদুয়ারে মোট আক্রান্ত ৭৬৬২ জম, কোচবিহারে মোট আক্রান্ত ১১, ৭৪৬,দার্জিলিংয়ে ১৮, ০৩৩,জলপাইগুড়িতে১ ৪ ৪৯৯,নদিয়ায় ২২,১২৫ জন আক্রান্ত,মালদা ও মুর্শিদাবাদে আক্রান্তের সংখ্যা ১২ হাজার পার করেছে।পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে আক্রান্তের সংখ্যা ২০ হাজার পার করেছে।পূর্ব বর্ধমানে আক্রান্ত ১২,৪৫৭,পশ্চিম বর্ধমানে ১২,৮১৮ জন আক্রান্ত। পুরুলিয়ায় ৯০৫৯ জন আক্রান্ত, বীরভূমে ৯৮০৪ জন আক্রান্ত।

English summary
10 January West Bengal Coronavirus report says Kolkata ahead of north 24 parganas
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X