For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যের ১০ টি করোনা ভাইরাস হটস্পট, উঠে এল যেসব এলাকার নাম

রাজ্যে করোনা ভাইরাসের হটস্পট হিসেবে কমপক্ষে দশটি এলাকাকে চিহ্নিত করেছে রাজ্য সরকার। এই এলাকাগুলিতে লকডাউন পুরোপুরি কার্যকর করা হবে ১৪ দিনের জন্য।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে করোনা ভাইরাসের হটস্পট হিসেবে কমপক্ষে দশটি এলাকাকে চিহ্নিত করেছে রাজ্য সরকার। এই এলাকাগুলিতে লকডাউন পুরোপুরি কার্যকর করা হবে ১৪ দিনের জন্য। ত্রিস্তরীয় নজরদারি ব্যবস্থা করা হবে। সূত্রের খবর অনুযায়ী এই ১০ টি জায়গায় মধ্যে দুটি রয়েছে উত্তরবঙ্গে বাকিগুলি দক্ষিণবঙ্গের।

উত্তরবঙ্গের হটস্পট

উত্তরবঙ্গের হটস্পট

সূত্রের খবর অনুযায়ী, উত্তরবঙ্গের হটস্পট হতে যাচ্ছে কালিম্পং এব আলিপুরদুয়ার। কালিম্পং-এ একজনের মৃত্যু হয়েছে। এই একই পরিবারের ১১ জন আক্রান্ত হয়েছেন।

দক্ষিণবঙ্গের হটস্পট

দক্ষিণবঙ্গের হটস্পট

সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণবঙ্গের হটস্পটগুলির মধ্যে রয়েছে হলদিয়া, হাওড়া, এগরা, কলকাতার পকেট এলাকা, দমদমের পকেট এলাকা, সল্টলেকের পকেট এলাকা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশকে এই হটস্পটের আওতায় আনা হচ্ছে বলে জানা গিয়েছে।

হটস্পট ঘোষণার আগে মাস্টার প্ল্যান

হটস্পট ঘোষণার আগে মাস্টার প্ল্যান

মুখ্যসচিব নবান্নে জানিয়েছেন, করোনা ভাইরাসের হটস্পট ঘোষণার আগে মাস্টারপ্যান তৈরি করা হচ্ছে। যাতে এলাকাগুলিতে ঢোকা, বেরনো পুরোপুরি বন্ধ করা হলে ওষুধ ও অন্য সামগ্রী সরবরাহ করা যায়। প্রসঙ্গত সম্ভাব্য হটস্পট এলাকাগুলিতে আগে কেউ আক্রান্ত হয়েছেন, কিংবা কেউ মারা গিয়েছেন।

ত্রিস্তরীয় নজরদারি ব্যবস্থা

ত্রিস্তরীয় নজরদারি ব্যবস্থা

হটস্পট এলাকাগুলিতে ত্রিস্তরীর নজরদারি ব্যবস্থা রাখা হবে। যাতে কেউ এই এলাকায় ঢুকতে কিংবা ওই এলাকা থেকে বেরোতে না পারেন। নির্দিষ্ট এলাকার বাইরে পুর বা পঞ্চায়েত এলাকা, তার বাইরের গ্রাম কিংবা অন্য এলাকা নিয়ে এই ত্রিস্তরীয় এলাকা গড়ে তোলা হচ্ছে।
বিভিন্ন পুরসভা, পুর নিগম ও জেলা প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেছেন মুখ্যসচিব। গ্রামীণ এলাকায় যেসব হটস্পট রয়েছে সেখানে ব্লক, গ্রাম পঞ্চায়েত ও গ্রাম এবং শহর এলাকায় সংশ্লিষ্ট রাস্তা ও সংক্রমিত হওয়া এলাকাকে এই লক ডাউনের আওতায় আনা হবে বলে মুখ্যসচিব জানিয়েছেন।

রাজ্য সরকারের তরফে মুখ্যসচিব জানানো হয়েছে, একরকম নিরুপায় হয়েই সম্পূর্ণ লকডাউনের পথে যেতে হচ্ছে। রাজ্য সরকারের তরফে কোনও হটস্পটের নাম জানানো না হলেও, একটি ম্যাপে হলুদ স্পট দেখিয়েছেন তিনি।

English summary
10 Coronavirus hotspot in West Bengal to impose complete lockdown for 14 days
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X