For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইনফোসিসের নয়া সিইও এবং এমডি বিশাল সিক্কা, পদত্যাগ করবেন নারায়ণ মূর্তি

Google Oneindia Bengali News

ইনফোসিসের নয়া সিইও এবং এমডি বিশাল সিক্কা, পদত্যাগ করবেন নারায়ণ মূর্তি
বেঙ্গালুরু, ১২ জুন : প্রাক্তন স্যাপ চিফ টেকনলজি আধিকারিক বিশাল সিক্কাকে নয়া সিইও পদে নিযুক্ত করল ইনফোসিস। এই প্রথম কোনও ব্যক্তিকে বাইরে থেকে এনে ইনফোসিসের এই গুরুত্বপূর্ণ পদে বসানো হল। আগামী ১৪ জুন থেকে ইনফোসিস বোর্ড সদস্যদের মধ্যে সিক্কাকেও অন্তর্ভুক্ত করা হবে। এবং এই দিনই ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি কার্যনির্বাহী চেয়ারম্যান হিসাবে পদত্যাগ করবেন।

ইনফোসিসের সিইও এবং এমডি হিসাবে আগামী ১ আগস্ট থেকে দায়িত্বভার গ্রহণ করবেন বিকাশ সিক্কা। প্রতিষ্ঠানের তরফে দেওয়া একি বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। প্রায় মাস খানেক ধরে ইনফোসিসের নয়া সিইও নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। ভারতের দ্বিতীয় বৃহত্তম আইটি কোম্পানিটির শীর্ষে কাকে আনা হবে তা নিয়ে নানা মহলে কম চর্চা হচ্ছিলনা। তার উপর সম্প্রতি একের পর বহু উচ্চপদস্থ আধিকারিকরা প্রতিষ্ঠান ছেড়ে বেরিয়ে যাওয়ায় কিছুটা হলেও অস্বস্তির মধ্যে পড়েছিল ইনফোসিস।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Humbled to lead <a href="https://twitter.com/Infosys">@Infosys</a> an iconic pioneer in IT. Looking fwd to learn & work w/ infoscions & global clients on breakthrough innovation.</p>— Vishal Sikka (@vsikka) <a href="https://twitter.com/vsikka/statuses/476921661980045312">June 12, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

গত কয়েকবছরে প্রতিদ্বন্দ্বি প্রতিষ্ঠান টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) এবং কগনিজেন্ট টেকনলজি সলিউশন (সিটিএস) এর সামনে ইনফোসিসের শেয়ার নিম্নমুখী হচ্ছিল। একটা সময় ছিল যখন ১০০ বিলিয়ন ডলারের 'আউটসোর্সিং সেক্টর'-এ ইনফোসিস 'স্টার পারফরমার' ছিল। কিন্তু প্রতিষ্ঠানের মাথায় বসে থাকা ব্যক্তিদের নিয়ে অনিশ্চয়তা, প্রতিষ্ঠানের শেয়ার দরের নিম্নমুখী আচরণ প্রতিষ্ঠানের বাজার চাহিদাকে অনেকটাই কমিয়ে দেয়। তার উপরে অভিজ্ঞ কর্মীদের পরিবর্তে তরুণ নতুন মুখ দিয়ে কাজ করানোর সিদ্ধান্তও যে খুব একটা প্রতিষ্ঠানের পক্ষে সুখকর হয়নি। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে বহু কর্মীর প্রতিষ্ঠান ছেড়ে দেওয়াটাও প্রতিষ্ঠানের সুনামের বিপরীতে কাজ করে।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Happy to welcome Vishal <a href="https://twitter.com/vsikka">@vsikka</a> to Infosys. I am confident that Infosys is in capable hands.</p>— Narayana Murthy (@Infosys_nmurthy) <a href="https://twitter.com/Infosys_nmurthy/statuses/476921253899431936">June 12, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

গত বছরের জুলাই মাস থেকে এখনও পর্যন্ত প্রায় ১১ জন সিনিয়র এক্সিকিউটিভ প্রতিষ্ঠান ছেড়ে বেরিয়ে যান। তখন ফের অবসরের পর নারায়ণ মূর্তিকে ফিরিয়ে আনা হয় প্রতিষ্ঠানকে ফের উন্নত রূপে তুলে ধররা জন্য। কিন্তু খুব একটা লাভ কিছু হয়নি। এই অবস্থায় বিশাল সিক্কাকে ইনফোসিসের দায়িত্বে আনা হচ্ছে। তাঁপ উপরে অনেক প্রত্যাশা রয়েছে সকলের।

English summary
Vishal Sikka to head Infosys; Narayana Murthy to step down
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X