For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌বাজেট ২০২০:‌ প্রতিরক্ষা খাতে বাড়ানো হল বরাদ্দ অর্থ

‌বাজেট ২০২০:‌ প্রতিরক্ষা খাতে বাড়ানো হল বরাদ্দ অর্থ

Google Oneindia Bengali News

আগামী অর্থবর্ষে প্রতিরক্ষা খাতের বাজেটের বরাদ্দ বেশ কিছুটা বাড়াল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এদিন জানান, নতুন আগ্নেয়াস্ত্রর আধুনীকিকরণের জন্য প্রতিরক্ষা দপ্তরে ১,১০,৭৩৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। যা গত বছরের তুলনায় ১০,৩৪০ কোটি টাকা বেশি। একই সঙ্গে প্রতিরক্ষা পেনশন বাজেটেও বরাদ্দ টাকা বাড়ানো হয়েছে। গত বছর ১.‌১৭ লক্ষ কোটি থেকে বাড়িয়ে ১.‌৩৩ লক্ষ কোটি করা হয়েছে বাজেটে।

‌বাজেট ২০২০:‌ প্রতিরক্ষা খাতে বাড়ানো হল বরাদ্দ অর্থ


অর্থমন্ত্রী হিসাবে এদিন সংসদে নিজের দ্বিতীয় বাজেট পেশ করেন সীতারমন। শনিবার ইতিহাসের অন্যতম দীর্ঘ বাজেটের ঘোষণা করেন তিনি। সীতারমন জানান, প্রতিরক্ষা খাতে বরাদ্দ ৩.‌১৯ লক্ষ কোটি বাড়িয়ে ৩.‌৩৭ লক্ষ কোটি করা হয়েছে। একই সঙ্গে এদিন দু’‌টি নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। একটি জাতীয় পুলিশ বিশ্ববিদ্যালয় ও আরেকটি জাতীয় ফেরন্সিক সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা প্রস্তাব করেন তিনি। এছাড়াও শিক্ষা খাতে ৯৯,৩০০ ও দক্ষতা বিকাশের জন্য ৩,০০০ কোটি বরাদ্দ করার কথা ঘোষণা করা হয়।

সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনীকে তাদের বেতনের পরিশোধ সহ রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য ব্যবহৃত প্রতিরক্ষা বাজেটের রাজস্ব অংশ হিসাবে ২,২৩,৮১৯২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ভারতে ১.৪ মিলিয়ন সেনাকর্মী রয়েছে, যাঁরা দু’‌টি সীমান্তে সক্রিয়ভাবে কাজ করছেন।

English summary
Union budget 2020: allocation-of-money-is-increased-in-the-defense-budget
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X