For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভুল দলের সাথে বোঝাপড়া করেছেন, বিজেপির সঙ্গে গাঁট ছড়া ছিন্ন করার ইঙ্গিত উদ্ধব ঠাকরের

  • |
Google Oneindia Bengali News

মহারাষ্ট্রে ক্ষমতা ভাগাভাগি নিয়ে বিজেপি এবং শিবসেনার কোন্দলে এবার নতুন মোড়। শুক্রবার মুম্বইয়ে একটি সংবাদ সম্মেলনে উদ্ধব ঠাকরে বিজেপির সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিলেন। ওই সংবাদ সম্মেলনে এদিন সেনা প্রধান বলেন, “আমি বিজেপি ওয়ালা নই। আমি মিথ্যা বলিনা। ওরা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু এখন তা মানতে চাইছে না।”

বিজেপির সঙ্গে জোট ছিন্ন করার ইঙ্গিত শিবসেনার


অন্যদিকে মহারাষ্ট্রে বিজেপির মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস অপর একটি সংবাদ সম্মেলনে দাবি করেন এই বছরের বিধানসভা নির্বাচনে আগামী মুখ্যমন্ত্রী পদের আসন সমঝোতা নিয়ে কোনও আলোচনাই হয়নি শিবসেনার সঙ্গে। পাশাপাশি দুটি দলের 'ফিফটি ফিফটি ফর্মুলা’ অর্থাৎ পাঁচ বছর অন্তর মুখ্যমন্ত্রী আবর্তিত হওয়ার যে কৌশলের কথা সেনা প্রধান দাবি করেছেন তাও মিথ্যে বলে জানান ফড়নবিশ। এরপরই শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে বলেন এই প্রথমবার তাকে কেউ মিথ্যেবাদী বলে দাগালো।

এই প্রসঙ্গে তিনি বলেন, “দেবেন্দ্র ফড়নবিস আমাকে মিথ্যাবাদী বলেছেন। এখন আমি শিব সৈনিকদের মুখোমুখি হতে পারি না। আমি মনে করিয়ে দিতে চাই যে অমিত শাহ এবং দেবেন্দ্র ফড়নবিস নির্বাচনের আগে জোটের প্রস্তাব নিয়ে আমার কাছে এসেছিলেন, আমি তাদের কাছে যাইনি।”

এই প্রসঙ্গে সেনা প্রধান বলেন প্রাক-জোট পর্বেই বিজেপি শিব সেনাকে উপ-মুখ্যমন্ত্রীর পদটি প্রস্তাব করে। এই প্রসঙ্গে উদ্ধব বলেন, “ এরপর অমিত শাহ আমাকে জিজ্ঞেস করেন, আমি কি চাই। এর উত্তরে আমি ওনাকে বলি আমি আমার বাবা বালা-সাহেব ঠাকরেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে একদিন মহারাষ্ট্রে শিবসেনার মুখ্যমন্ত্রী থাকবে। সেই প্রতিশ্রুতি আমি পূরণ করবোই।”

পাশাপাশি যতক্ষণ না বিজেপি এটা স্বীকার করে যে মুখ্যমন্ত্রী পদ নিয়ে দুপক্ষের মধ্যে কথাবার্তা হয়েছিল, ততক্ষণ তাদের সাথে কোনও রকম আলোচনা করতে রাজি নন বলে এদিন সাফ জানিয়ে দেন উদ্ধব। এই প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষের সুরে তিনি বলেন, “অত্যন্ত দুঃখের বিষয় যে গঙ্গা পরিষ্কার করতে করতে ওদের মন দূষিত হয়ে পড়েছে। আমার খারাপ লাগল যে আমরা ভুল লোকদের সাথে জোটবদ্ধ হয়েছি।”

English summary
Uddhav Thackeray indicated Shiv sena and BJP can be split soon
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X