For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে জকোভিচ, পরাজিত বেরাট্টিনি

ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে জকোভিচ, পরাজিত বেরাট্টিনি

  • |
Google Oneindia Bengali News

অনায়াস জয়ের মাধ্যমে ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন নোভাক জকোভিচ। করোনা ভাইরাসের প্রভাব কিছুটা কম হওয়ায় রোমের ফোরো ইতালিসো স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতিতে আরও একবার নিজের শক্তি জানান দিলেন সার্বিয়ান তারকা। যা দেখে মুগ্ধ হয়েছে টেনিস বিশ্ব।

ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে জকোভিচ, পরাজিত বেরাট্টিনি

ইতালিয়ান ওপেনের রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে স্পেনের দাভিদোভিচ ফোকিনার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন নোভাক জকোভিচ। শুরু থেকেই ম্যাচে প্রাধান্য বিস্তার করেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। প্রথম সেট ৬-২ গেমে জেতে জকোভিচ। দ্বিতীয় সেটেও ঘুরে দাঁড়াতে পারেননি ফোকিনা। ৬-১ গেমে সেই সেট ও ম্যাচ জেতে জকোভিচ।

ইতালিয়ান ওপেনের রাউন্ড অফ সিক্সটিনের অন্য ম্যাচে মাদ্রিদ ওপেন জয়ী ইতালির মাট্টিও বেরাট্টিনিকে ৭-৬, ৬-২ ফলাফলে হারিয়েছে গ্রিসের স্টেফানোস সিটসিপাস। অন্যদিকে টুর্নামেন্টের মহিলাদের বিভাগের দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছেন সেরেনা উইলিয়ামস। আর্জেন্টিনার নাদিয়া পোদোরোস্কার বিরুদ্ধে প্রথম থেকেই নড়বড়ে দেখাচ্ছিল সেরেনা উইলিয়ামসকে। তবু প্রথম সেটে দুই প্রতিযোগীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ফয়সলা হয় টাইব্রেকারের মাধ্যমে। ৭-৬ গেমের ব্যবধানে সেট জেতেন আর্জেন্টিনিও তারকা। দ্বিতীয় সেরেনার একটি সার্ভিস ব্রেক করেন নাদিয়া। ৫-৭ গেমে ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যান মার্কিনি কিংবদন্তি।

ইতালিয়ান ওপেনের মোকাবিলা ছিল সেরেনার কেরিয়ারের এক হাজারতম ডব্লুটিএ ম্যাচ। যেটি স্মরণীয় করে রাখতে পারলেন না ২৩টি গ্র্যান্ড স্ল্যামজয়ী ৩৯ বছরের টেনিস তারকা। এটি তাঁর ডব্লুটিএ কেরিয়ারের ১৪৯তম হারও বটে। অন্যদিকে পায়ের পেশীতে চোটের কারণে ইতালিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে আর কোর্টেই নামতে পারেননি সিমোনা হালেপ। ফলে ওয়াক ওভার পেয়ে যান প্রতিপক্ষ। ওদিকে ইতালিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে বিশ্বের দুই নম্বর টেনিস তারকা নাওমি ওসাকার পরাজয়ও ক্রীড়া প্রেমীদের হতাশ করেছে।

English summary
World number one Novak Djokovic enters into the Italian Open quarter final
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X