For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রজার ফেডেরারের অবসরের সিদ্ধান্তে আবেগতাড়িত উইম্বলডন, এটিপি ট্যুর-রোলাঁ গারো সম্মান জানালো মহান নক্ষত্রকে

রজার ফেডেরারের অবসরের সিদ্ধান্তে আবেগতাড়িত উইম্বলডন, এটিপি ট্যুর-রোলাঁ গারো সম্মান জানালো মহান নক্ষত্রকে

Google Oneindia Bengali News

টেনিস সার্কিটকে বিদায় জানানোর কথা ঘোষণা করেছেন রজার ফেডেরার। 'টেনিস সার্কিটের মহাতারকা জানিয়েছন লেভার কাপ খেলে পেশাদার টেনিসকে বিদায় জানাবেন। হাঁটুর চোট তাঁকে বাধ্য করেছে তাঁর বিশ্ব বরেণ্য কেরিয়ারে ইতি টানতে। শেষ বারের মতো এই টেনিসের মহান শিল্পী মাঠে নামতে চলেছেন লেভার কাপে আগামী সপ্তাহে।

তর্কাতীত ভাবে বিশ্ব টেনিসের সর্বকালের শ্রেষ্ঠ তারকার অবসরের সময়ে আবেগ ঘিরে ধরেছে তাঁর অনুরাগীদের। সারা বিশ্বের টেনিস প্রেমীকে যাঁরা ফেডেরারের ভক্ত না হলেও সম্মান করেন এই মানুষটির কৃতিত্বকে, কুর্নিশ জানান টেনিসের প্রতি তাঁর ভালবাসা এবং দীর্ঘ দুই যুগ ধরে বহু মানুষের মুখে হাসি ফুটিয়ে আসার পথকে।

রজারের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন উইম্বলডনের:

রজার ফেডেরারকে বলা হয় ঘাসের কোর্টের রাজা এবং বিশ্ব টেনিসের সেরার সেরা গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডনে এক কথায় রাজ করেছেন রজার। টানা পাঁচ বছর উইম্বলডন জিতে নজির গড়েছেন তিনি। সর্বাধিক আট বার উইম্বলডন চ্যাম্পিয়ন রজার ফেডেরারকে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্র্যান্ড স্ল্যামটির অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে রজারের উদ্দেশ্যে লেখা হয়েছে একটি ছোট খোলা চিঠি। সেই চিঠিতে লেখা, "রজার, কোথা থেকে আমরা শুরু করবো? তোমার এই সফরের সাক্ষী থাকাটা এবং সব রকম অর্থে তোমাকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে দেখা নিজের মধ্যেই একটা বিশেষ ব্যাপার। আমাদের কোর্টকে তোমার আলোকিত করাটাকে মিস করবো। যে আনন্দ এবং স্মৃতি বহু মানুষকে তুমি দিয়েছো তার জন্য এখন শুধু তোমায় ধন্যবাদ জানাতে চাই।" ২০০৩, ২০০৪, ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৯, ২০১২ এবং ২০১৭ সালে উইম্বলডন জেতেন রজার ফেডেরার।

ধন্যবাদ জ্ঞাপন করেছে রোলাঁ গারো:

রজারের অবসর ঘোষণার দিন তাঁর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছে রোলাঁ গারো। টুইটে রোলাঁ গারোর তরফ থেকে লেখা হয়েছে, "কোর্টের মধ্যে এবং বাইরে তুমি অনুপ্রেরণা। ধন্যবাদ রজার।" ২০০৯ সালে ফরাসি ওপেন জিতেছিলেন রজার ফেডেরার।

এটিপি ট্যুরের তরফ থেকে শ্রদ্ধা জ্ঞাপন:

এটিপি ট্যুরের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে, "তুমি খেলাটাই বদলে দিয়েছো। বরাবরের জন্য তুমি।" এটিপি ট্যুরে ওপেন এরায় ১০৩টি সিঙ্গলস খেতাব জিতেছেন রজার।

টেনিস সার্কিটকে অবাক করে অবসরের কথা ঘোষণা করেন রজার ফেডেরার:

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসরের কথা ঘোষণা করতে গিয়ে ফেডেরার লিখেছেন, "আপনাদের অধিকংশই জানেন বিগত তিন বছর আমাকে চোট আঘাত এবং অস্ত্রোপচার সংক্রান্ত বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে। আমি অত্যন্ত কঠিন পরিশ্রম করে পেশাদার টেনিসে ফিরতে চেয়েছিলাম কিন্তু আমি জানি আমার শরীর কতটা নিতে পারে এবং তার সীমাবদ্ধতা। আমার শরীর আমায় বার্তান দেয়, প্রিয় আমার এখন ৪১ বছর বয়স। শেষ ২৪ বছরে আমি ১৫০০-এর বেশি ম্যাচ খেলেছি। আমি যা স্বপ্নেও ভাবিনি তার থেকেও অনেক বেশি কিছু আমায় দিয়েছে টেনিস। এখন সেই সময় যেখানে আমায় বুঝতে হবে কোথায় নিজের প্রতিদ্বন্দ্বীতামূলক কেরিয়ারে ইতি টানতে হয়।"

English summary
Wimbledon, Roland Garros, ATP Tours tributes Roger Federer after he call time on his historic career. Roger served the tennis world for last 24 years.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X