For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হোটেল ছেড়ে ভয়ে বেরোচ্ছেন না, উইম্বলডনে নাদালকে চিন্তায় রেখেছে কোন বিষয়?

প্রতিপক্ষ নয়, উইম্বলডনে রাফায়েল নাদালকে প্রবল চিন্তায় রাখছে এটি, ভয়ে খেলা ছাড়া হোটেলের বাইরেই বেড়চ্ছেন না

Google Oneindia Bengali News

চলতি মরসুমে তাঁর সোনালি ছন্দ উইনম্বলডনেও বজায় রেখেছেন রাফায়েল নাদাল। পৌঁছে গিয়েছেন বিশ্ব টেনিসের শ্রেষ্ঠ প্রতিযোগীতার তৃতীয় রাউন্ডে। যে ভঙ্গিতে নাদাল খেলছেন তাতে অল ইংল্যান্ড ক্লাবে ঘাসের কোর্টে তিনি সফল হতেই পারেন। তবে, নাদালকে লক্ষ্য রাখতে হবে এ বারের উইম্বলডনের অন্যতম দাবিদার নোভাক জকোভিচের উপরও।

 হোটেল ছেড়ে ভয়ে বেরোচ্ছেন না, উইম্বলডনে নাদালকে চিন্তায় রেখেছে কোন বিষয়?

তবে, আপাতত প্রতিপক্ষ নয়, নাদালকে ভাবাচ্ছে মারণ ভাইরাস কোভিড ১৯। ইংল্যান্ডে কোর্টে কাটানো সময়টুকু ছাড়া পুরোটাই হোটেলের মধ্যে কাটাচ্ছেন রাফায়েল নাদাল, বৃহস্পতিবার এই স্প্যানিয়ার্ড নিজেই জানিয়েছেন এই কথা। ইতিমধ্যেই কোভিডে আক্রান্ত হওয়ার ফলে উইম্বলডন থেকে ছিটকে গিয়েছেন স্পেনের রবার্তো বাতিস্তা অগাট, যুক্তরাষ্ট্র ওপেন জয়ী এবং ২০১৭ উইম্বলডনের রানার্স ক্রোয়েশিয়ার মার্লিন কিলিক এবং এ বারের অষ্টম বাছাই ইতালির প্রতিযোগী মাতিও বেরেত্তিনি। ২০২১ উইম্বলডনের ফাইনালে জোকারের বিরুদ্ধে পরাজিত হয়েছিলেন এই ইতালীয় তারকা।

গত বছর শেষের দিকে কোভিড আক্রান্ত হয়েছিলেন রাফায়েল নাদাল। উইম্বলডনে কোভিডের হাত থেকে রক্ষা পেতে সাবধানতা সর্ব রকম ভাবে অবলম্বন করছেন নাদাল তবে, তিন তারকাকে ছিটকে যেতে দেখে আরও বেশি সাবধানী হয়ে গিয়েছেন তিনি। তাঁর অন্যতম প্রিয় বন্ধু রবার্তো বাতিস্তা কোভিডের কারণে ছিটকে যাওয়া কিছুটা অখুশি নাদাল।

উইম্বলডনে তৃতীয় রাউন্ডে ম্যাচে স্প্যানিশ কিংবদন্তি পরাজিত করেছেন ৩২ বছর বয়সী লিথুয়ানিয়ান প্রতিদ্বন্দ্বী রির্কাডাস বেরাঙ্কিসকে। বৃহস্পতিবার এই ম্যাচে রাফায়েল নাদাল জিতলেও তিনি সেরা ছন্দে ছিলেন না। অনেক কষ্ট করেই এই ম্যাচে জয় পেতে হয় পুরুষদের সিঙ্গলস সর্বাধিক গ্র্যান্ডস্ল্যাম জয়ী তারকাকে। প্রথম দু'টি সেটে তিনি জিতলে তৃতীয় সেটটি জিতে নেন লিথুয়ানিয়ার প্রতিযোগী। যদিও চতুর্থ সেট ফের জিতে নিয়ে নাদাল ম্যাচটি বের করে নেন। চার সেটের এই উত্তেজক ম্যাচে নাদালের পক্ষে এই ম্যাচে খেলার ফল ৬-৪, ৬-৪, ৪-৬, ৬-৩।

কেউ খান পোহা আবার কেউ নেন পরোটা, ব্রেকফাস্টে থাকে তারকাদের পছন্দের খাবারকেউ খান পোহা আবার কেউ নেন পরোটা, ব্রেকফাস্টে থাকে তারকাদের পছন্দের খাবার

কোভিডের কারণে বাধ্য হয়ে ২০২০ সালে ঐতিহ্যশালী উইম্বলডন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল আয়োজক অল ইংল্যান্ড ক্লাব। তবে, এই বছর কোভিড সংক্রান্ত কোনও বিধি নিষেধ প্লেয়ারদের উপর দেয়নি উইম্বলডন এবং ভ্যাকনিস না নেওয়া থাকলে এই ইভেন্টে অংশ নেওয়া যাবে না তেমনটাও নয়। এই বছর এখনও পর্যন্ত দু'টি গ্র্যান্ডস্ল্যাম জেতা হয়ে গিয়েছে নাদালের। তিনি বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন জেতেন এবং ফ্রান্সে সুড়কির কোর্টের রাজা বিজয়ী হল ফরাসি ওপেনে।

English summary
Covid 19 scare in Wimbledon, Rafael Nadal taking extra care to get himself protected. Rafael Nadal enters in the third round of the tournament.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X