For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

US Open : প্রথম ম্যাচ জিতে চার মুকুটের দিকে একধাপ এগোলেন নোভাক জকোভিচ

ইউএস ওপেনের প্রথম ম্যাচ জিতে ক্যালেন্ডার ইয়ার গ্র্যান্ড স্ল্যামের দিকে এগোলেন নোভাক জকোভিচ।

  • |
Google Oneindia Bengali News

ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম অর্থাৎ একই বছর চারটি প্রধান টেনিস প্রতিযোগিতা জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন নোভাক জকোভিচ। এই স্বীকৃতি হাসিল করতে পারলে কিংবদন্তি রড লেভারকে ধরে ফেললেন জোকার। স্পর্শ করবেন গ্রেট স্টেফি গ্রাফের নজিরও। সে পথে এক কদম এগোলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। চলতি ইউএস ওপেনের প্রথম ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করলেন জকোভিচ।

নোভাক জকোভিচের জয়

নোভাক জকোভিচের জয়

চলতি মার্কিন যুক্তরাষ্ট্র ওপেনে ডেনমার্কের হোলগার রুনের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন নোভাক জকোভিচ। ম্যাচের প্রথম সেট থেকে ৬-১ পয়েন্টের সহজ জয় হাসিল করেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। তবে দ্বিতীয় সেট হেরে যান জোকার। ৭-৬ (৭-৫) ফলাফলে ওই সেট জিতে জকোভিচকে ধাক্কা দেন হোলগার। তাতে ম্যাচের ফলাফলে কোনও পরিবর্তন আসেনি। কেন তিনি বিশ্বের এ প্রজন্মের সেরা টেনিস তারকা, তা ম্যাচের শেষ দুই সেটে প্রমাণ করেন নোভাক। তৃতীয় এবং চতুর্থ সেট যথাক্রমে ৬-২ ও ৬-১ গেমে জিতে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন সার্বিয়ার তারকা।

২১তম গ্র্যান্ড স্ল্যামের মুখে দাঁড়িয়ে জকোভিচ

২১তম গ্র্যান্ড স্ল্যামের মুখে দাঁড়িয়ে জকোভিচ

কেরিয়ারে এখনও পর্যন্ত ২০টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন নোভাক জকোভিচ। সম পরিমাণ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড রয়েছে কিংবদন্তি রজার ফেডেরার ও রাফায়েল নাদালের। এবারের ইউএস ওপেন জিততে পারলে তাঁদের টপকে যাবেন জোকার। যে ফর্মে রয়েছেন সে অনুযায়ী তিনি কোথায় থামবেন, তা বলা মুশকিল। অন্যদিকে চলতি ইউএস ওপেনে নিজের প্রথম ম্যাচ জিতে এক অনন্য রেকর্ডের মালিক হয়েছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। ইউএস ওপেনে তাঁর প্রথম ম্যাচ জয়ের রেকর্ড ১৬-০।

ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম

ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম

চলতি বছরের শুরুতে অস্ট্রেলীয় ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন নোভাক জকোভিচ। একই বছর ফরাসি ওপেন ও উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন জোকার। এই প্রেক্ষাপটে ইউএস ওপেন জিততে পারলেন একই বছর চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের অনন্য রেকর্ড গড়বেন নোভাক। ১৯৬২ ও ১৯৬৯ সালে একই রেকর্ডের মালিক হয়েছিলেন কিংবদন্তি রড লেভার। ১৯৮৮ সালে শেষ বার ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যামের মালিক হয়েছিলেন গ্রেট স্টেফি গ্রাফ। সে তালিকায় নিজের নাম অন্তর্ভূক্ত করার সুবর্ণ সুযোগ রয়েছে জকোভিচের সামনে। টোকিও অলিম্পিকে পদক জিততে না পারার আক্ষেপ তিনি ইউএস ওপেনে মেটাতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে থাকবে বিশ্ব।

দ্বিতীয় রাউন্ডে শাপোভালভ

ইউএস ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন প্রতিযোগিতার অষ্টম বাছাই তথা কানাডার ডেনিস শাপোভালভ। প্রথম রাউন্ডে আর্জেন্তিনার ফেডেরিকো ডেলবনিসকে ৬-২, ৬-২, ৬-৩ সেটে হারিয়েছেন তিনি। মহিলাদের বিভাগে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন ইগা সোয়াইয়াটেক, পেট্রী ভিটোভা, আনাস্থাসিয়া পাভলিউচেনকোভা। ইউএস ওপেনে প্রথম রাউন্ডের বাধা পেরিয়ে গিয়েছেন আশলেইঘ বার্টি। ৬-১, ৭-৬ (৯-৭) ফলাফলে জয় হাসিল করেছেন বিশ্বের এক নম্বর মহিলা টেনিস তারকা।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
US Open : Novak Djokovic wins his first match bid for a calendar year Grand Slam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X