For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

US Open : প্রথম সেট হেরেও কোয়ার্টার ফাইনালে নোভাক জকোভিচ, শেষ আটে মাত্তেও বেরেত্তিনি

US Open : প্রথম সেট হেরেও কোয়ার্টার ফাইনালে নোভাক জকোভিচ, শেষ আটে মাত্তেও বেরেত্তিনি

  • |
Google Oneindia Bengali News

প্রথম সেট হেরেও দুর্দান্তভাবে প্রত্যাবর্তন ঘটিয়ে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন নোভাক জরোভিচ। একই মরসুমে টানা ২৫টি ম্যাচ জয়ের রেকর্ডও গড়লেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। অন্য প্রি-কোয়ার্টার ফাইনালে অসাধারণ পারফরম্যান্স করে পরবর্তী রাউন্ডে পৌঁছেছেন মাত্তেও বেরেত্তিনি। দুই তারকার মধ্যে শেষ আটের লড়াই হাড্ডাহাড্ডি হবে বলে আশা বিশ্বের।

US Open : প্রথম সেট হেরেও কোয়ার্টার ফাইনালে নোভাক জকোভিচ, শেষ আটে মাত্তেও বেরেত্তিনি

১৮৮০ সালের পর এই প্রথম কোনও বড় টুর্নামেন্টে এমন হল যে কোনও স্থানীয় খেলোয়াড় কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারলেন না। কফিনে শেষ পেরেক পুঁতে দিলেন নোভাক জকোভিচ। টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে আমেরিকার শেষ আশা সেনসন ব্রুকসবির বিরুদ্ধে খেলতে নেমেছিলেন জোকার। প্রথম সেট তিনি হেরে যান। ১-৬ ফলাফলে ওই মোকাবিলা জেতেন মার্কিন তারকা। তবে দ্বিতীয় সেটেই মহারাজকীয় প্রত্যাবর্তন ঘটিয়ে কেন তিনি বিশ্বের এক নম্বর টেনিস তারকা, তা প্রমাণ করেন জকোভিচ।

দ্বিতীয় সেটে প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি নোভাক। ওই মোকাবিলা ৬-৩ ফলাফলে জেতেন সার্বিয়ার টেনিস তারকা। ম্যাচের শেষ দুই সেটেও বিশ্বের এক নম্বর টেনিস তারকার বিরুদ্ধে দাঁড়াতে পারেননি জেনসন। তৃতীয় সেট ৬-২ ফলাফলে জেতেন জোকার। ৬-২ ফলাফলে চতুর্থ সেটও জেতেন জকোভিচ। সেই সঙ্গে একই মরসুমে টানা ২৫টি ম্যাচ জয়ের অনন্য নজির গড়লেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা।

চলতি বছরের শুরুতে অস্ট্রেলীয় ওপেন খেতাব জিতেছিলেন নোভাক জকোভিচ। পরপর ফরাসি ওপেন ও উইম্বলডনও চ্যাম্পিয়ন হন জোকার। ইউএস ওপেন জিততে পারলে এক ক্যালেন্ডার বছরে চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের অনবদ্য নজির গড়বেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। এর আগে যে রেকর্ড রয়েছে কিংবদন্তি রড লেভার ও স্টেফি গ্রাফের ঝুলিতে। সেই তালিকায় জকোভিচের নাম অন্তর্ভূক্ত হয় কিনা, তা তো সময় বলবে।

ইউএস ওপেনের অন্য প্রি-কোয়াটার ফাইনালে জার্মানির অস্কার ওটের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন মাত্তেও বেরেত্তিনি। জয় দিয়েই তিনি মোকাবিলা শুরু করেন। প্রথম সেট ৬-৪ ফলাফলে জেতেন ইতালির টেনিস তারকা। দ্বিতীয় সেট তিনি হেরেও যান। ওই মোকাবিলা ৬-৩ ফলাফলে জেতেন ওটে। তবে শেষ দুটি সেটে প্রতিপক্ষকে দাঁড়াতে দেননি প্রতিযোগিতার ষষ্ঠ বাছাই বেরেত্তিনি। তৃতীয় এবং চতুর্থ সেট যথাক্রমে ৬-৩ ও ৬-২ ফলাফলে জিতেছেন তিনি। কোয়ার্টার ফাইনালে নোভাক জকোভিচের সঙ্গে তাঁর মোকাবিলা হবে। অন্যদিকে ইউএস ওপেনের মহিলা বিভাগের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন চেক প্রজাতন্ত্রের কারোলিনা পিসকোভা।

English summary
US Open : Novak Djokovic enters into the quarter final, Matteo Berrettini in last eight
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X