For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলসেও এবার নতুন চ্যাম্পিয়ন, প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিততে মুখোমুখি আলকারাজ-রুড

  • |
Google Oneindia Bengali News

ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলসের মতো পুরুষদের সিঙ্গলসেও এবার পাওয়া যাবে নতুন চ্যাম্পিয়ন। কাল পুরুষদের সিঙ্গলস ফাইনালে তৃতীয় বাছাই স্পেনের কার্লোস আলকারাজ খেলবেন পঞ্চম বাছাই নরওয়ের ক্যাসপার রুডের বিরুদ্ধে। চলতি বছর ফরাসি ওপেনের ফাইনালে উঠেছিলেন রুড। আলকারাজ এদিনই পৌঁছালেন কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে।

 প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিততে মুখোমুখি আলকারাজ-রুড

সেমিফাইনালে আলকারাজ হারালেন আমেরিকার ফ্রান্সেস টিয়াফোকে। পাঁচ সেটের লড়াইয়ে দু-বার পিছিয়ে পড়ে। আর্থার অ্যাশ স্টেডিয়ামে এই ম্যাচটি চলল ৪ ঘণ্টা ১৮ মিনিট। খেলার ফল ৬-৭ (৬-৮), ৬-৩, ৬-১, ৬-৭ (৫-৭), ৬-৩। ইউএস ওপেন খেতাব জিতলে বিশ্বের ১ নম্বর টেনিস তারকা হওয়ার হাতছানি রয়েছে আলকারাজের সামনে। আলকারাজ ও টিয়াফোর গ্রাউন্ডস্ট্রোক ও আগ্রাসী সার্ভ ছিল নজরকাড়া।

আলকারাজ প্রথম সেটে চার পয়েন্ট সেভ করায় যখন মনে হচ্ছিল এই সেটটি তিনিই জিতবেন, তখন মাথা ঠাণ্ডা রেখে তা টাইব্রেকে নিয়ে যান টিয়াফো এবং জিতেও যান। দ্বিতীয় সেটে টিয়াফো ভালো খেললেও সমতা ফেরাতে সক্ষম হন আলকারাজ। তৃতীয় সেটটি তিনি জেতেন দাপট সহকারেই। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ান টিয়াফো, চতুর্থ সেটটি ফের টাইব্রেকে নিয়ে গিয়ে সমতা ফেরান। পঞ্চম সেটটি জিতে শেষ হাসি হাসেন আলকারাজ। চলতি মরশুমে প্রথম প্লেয়ার হিসেবে তিনি এটিপি ট্যুরে ৫০তম জয় ছিনিয়ে নিলেন।

এর আগে, ইউএস ওপেনের ফাইনালে পৌঁছে যান ক্যাসপার রুড। চলতি বছর ফরাসি ওপেন ফাইনালে তিনি 'গুরু' নাদালের কাছে পরাস্ত হয়েছিলেন ৩-৬, ৩-৬, ০-৬ ব্যবধানে। এবার ফের তাঁর সামনে খেতাব জয়ের হাতছানি। ইউএস ওপেনে দুরন্ত ফর্ম অব্যাহত রেখে ফ্লাশিং মিডোয় সেমিফাইনালে চার সেটের লড়াই জিতলেন রুড। তিন ঘণ্টার লড়াইয়ে হারালেন ক্যারেন খচানোভকে। খেলার ফল ৭-৬ (৫), ৬-২, ৫-৭, ৬-২। রুড ফাইনালে ওঠার পর স্বীকার করেছেন, ফরাসি ওপেনের ফাইনালের পর তিনি ভেবেছিলেন এটাই বুঝি তাঁর কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। ফলে স্বাভাবিকভাবেই কয়েক মাসের ব্যবধানে ফের গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে উঠতে পেরে খুশি তিনি।

এর আগে রুড ইউএস ওপেনে চারবার অংশ নিয়েছেন, তবে তৃতীয় রাউন্ডের বেশি এগোতে পারেননি। তবে এবার তিনি মারিও বেরেত্তিনিকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন। চলতি মরশুমে ৪৪তম জয় ছিনিয়ে নিয়ে তিনি ধরে ফেললেন ক্যামেরন নরিকে। কার্লোস আলকারাজ সেমিফাইনালে জিতে ৫০তম জয়টি পেয়েছেন। স্তেফানোস সিটসিপাস চলতি বছর জিতেছেন ৪৬টি ম্যাচ। ইউএস ওপেন খেতাব জিতলে রুড এটিপি ফাইনালসে খেলার যোগ্যতা অর্জন করবেন।

English summary
US Open: Carlos Alcaraz Advances To Maiden Grand Slam Final. He Will Face Casper Rudd In The Men's Singles Final Tomorrow.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X