For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউএস ওপেনে মাতৃশক্তির জয়গান, সেমিতে আরও এক 'মা'-এর মুখোমুখি টেনিস দুনিয়ার গ্ল্যামারাস 'মা' সেরেনা

ইউএস ওপেনে মাতৃশক্তির জয়গান, সেমিতে আরও এক 'মা'-এর মুখোমুখি টেনিস দুনিয়ার গ্ল্যামারাস 'মা' সেরেনা

  • |
Google Oneindia Bengali News

কেরিয়ারের ২৪তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের পথে লক্ষ্যে আরও একধাপ এগোলেন মার্কিন মহিলা টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। যুক্তরাষ্ট্র ওপেনের কোয়ার্টার ফাইনালে হাড্ডহাড্ডি লড়াইয়ে পিরোনকোভাকে হারিয়েছেন সেরেনা। বুলগেরিয়ার প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে সেরেনা ম্যাচ জিতলেন ৪-৬, ৬-৩, ৬-২ ব্যবধানে। কোয়ার্টার ফাইনালে সেরেনা-পিরোনকোভা দুই মায়ের লড়াই অন্যতম আকর্ষণের কেন্দ্রে ছিল। সেখানেই দুই মায়ের মধ্য়ে সেরেনা শেষ হাসি হাসলেন।

ইউএস ওপেনে মাতৃশক্তির জয়গান,সেমিতে আরও এক মা-এর মুখোমুখি টেনিস দুনিয়ার গ্ল্যামারাস মা সেরেনা

ম্যাচ জিতে মাতৃশক্তি নিয়ে বলতে গিয়ে সেরেনা বলেছেন, 'আমরা মায়েরা কত শক্তি ধরি, সেটা প্রমাণ হয়ে গেল।' নিজের পারফর্ম্যান্স নিয়ে সেরেনা এরপর জুড়েছেন, 'সন্তানের জন্মের পরে কোর্টে ফিরে বড় কোনও টুর্নামেন্ট জিততেই পারিনি। এদিন পিরোনকোভা দুর্দান্ত লড়াই করেছে। ওর সন্তান আমার মেয়ের চেয়েও অনেক ছোট। বিশ্ব দুই মায়ের ম্যাচ দেখল। আমরা নিজেদের দুই ভূমিকায় তুলে ধরতে পেরে তৃপ্ত। আশা রাখি টুর্নামেন্টের সামনের দিনগুলোও ভালো যাবে।'

যুক্তরাষ্ট্র ওপেনের অন্য কোয়ার্টার ফাইনালে বৃহস্পতিবার ভিক্টোরিয়া আজারেঙ্কা খেলতে নামেন। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন এলিস মের্তেন্স। কোয়ার্টারে এলিসকে স্ট্রেট সেটে ৬-১, ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে শেষ চারে পৌঁছে গেলেন আজারেঙ্কা। কোয়ার্টারে এক মায়ের বিরুদ্ধে লড়াইয়ের পর এবার সেমিফাইনালে আরেক মা আজারেঙ্কার বিরুদ্ধে খেলবেন বর্তমান সময়ের টেনিস সার্কিটের অন্যতম গ্ল্যামারাস মা সেরেনা উইলিয়ামস। ভারতীয় সময়ে ১১ সেপ্টেম্বর সকাল ৫.৪৫ মিনিটে ম্যাচ শুরু হবে।

টুর্নামেন্টে মেয়েদের অন্য সেমিফাইনালে কারা মুখোমুখি হতে চলেছেন নিশ্চিত হয়ে গিয়েছে। যুক্তরাষ্ট্রের জেনিফার ব্র্যাডি সেমিফাইনালে উঠেছেন। তাঁর প্রতিপক্ষ জাপানের নেয়োমি ওসাকা। ১১ সেপ্টেম্বর ভারতীয় সময় সকাল ৪.৩০ মিনিট থেকে এই ম্যাচটি দেখা যাবে।

English summary
US Open 2020: Serena Williams to face Victoria Azarenka in women semifinal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X