For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউএস ওপেন ফাইনালে ফের জোকারের দাপট, ১৪টি গ্র্যান্ডস্লাম জিতে ছুঁলেন পিট সাম্প্রাসকে

মাঝে একটি মরশুম যেন সেভাবে ফর্মে ছিলেন না। প্রতিপক্ষ রজার ফেডেরার বা রাফায়েল নাদালরা বারবার বাজিমাত করছিলেন। তবে এবছরের উইম্বলডন থেকে ফের যেন স্বমহিমায় নোভাক জোকোভিচ।

  • |
Google Oneindia Bengali News

মাঝে একটি মরশুম যেন সেভাবে ফর্মে ছিলেন না। প্রতিপক্ষ রজার ফেডেরার বা রাফায়েল নাদালরা বারবার বাজিমাত করছিলেন। তবে এবছরের উইম্বলডন থেকে ফের যেন স্বমহিমায় নোভাক জোকোভিচ। উইম্বলডন জেতার পরে এবার ঘরে তুললেন ইউএস ওপেন ট্রফি। ফাইনালে হারিয়ে দিলেন খুয়ান মার্টিন দেল পোত্রোকে। একইসঙ্গে ছুঁয়ে ফেললেন কিংবদন্তি পিট সাম্প্রাসের ১৪টি গ্ল্যান্ডস্লাম জেতার কৃতিত্বকে।

ইউএস ওপেন ফাইনালে ফের জোকারের দাপট

এদিন পোত্রোকে স্ট্রেট সেটে হারিয়ে দেন জোকার। খেলার ফলাফল ৬-৩, ৭-৬ (৪), ৬-৩। এই নিয়ে সুপারস্টার সার্বিয়ান খেলোয়াড় তিনটি ইউএস ওপেনও জিতে নিলেন। এর আগে ২০১১ ও ২০১৫ সালে এই গ্ল্যান্ডস্লাম জেতেন তিনি।

দেল পোত্রোর সঙ্গে ১৯ বারের সাক্ষাতে জোকার ১৫-৪ ব্যবধানে এগিয়ে রয়েছেন। শেষ ১০ বারে ৮ বার জিতেছেন। এর আগে ২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন পরপর জিতে রেকর্ড গড়েছিলেন জোকার। এবারও উইম্বলডনের পর ইউএস ওপেন মেজর জিতে নজির গড়লেন। এদিন জিতে টেনিস বিশ্ব ক্রমতালিকায় তিন নম্বরে উঠে এলেন জোকার। গ্ল্যান্ডস্লাম জেতায় তাঁর আগে রয়েছেন রাফায়েল নাদাল (১৭) ও রজার ফেডেরার (২০)।

English summary
US Open 2018 : Winner Novak Djokovic equals Pete Sampras
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X