For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাওমি ওসাকার পর ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর বার্টি

Google Oneindia Bengali News

বিশ্বে মহিলাদের মধ্যে এক নম্বর টেনিস তারকা চোটের কারণে ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন। আজ দ্বিতীয় রাউন্ডে প্রথম সেট ৬-১ ব্যবধানে জেতার পর দ্বিতীয় রাউন্ডে ২-২ অবস্থাতেই খেলা না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানান বার্টি। প্রথম রাউন্ডের ম্যাচেও তাঁকে চোট ভোগাচ্ছিল। উরুতে ব্যান্ডেজ বেঁধে নেমেছিলেন। এমনকী নির্ণায়ক তৃতীয় সেটের আগে চিকিৎসকদের কাছে শুশ্রূষার জন্যও বিরতি নিতে হয়েছিল।

ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন বিশ্বের এক নম্বর বার্টি

মানসিক স্বাস্থ্যের কারণে সাংবাদিক সম্মেলন করতে না চাওয়া এবং তার জেরে বিতর্ক হওয়ায় ফরাসি ওপেন থেকে সরে দাঁড়িয়েছিলেন নাওমি ওসাকা। এরপর লেফট হিপ প্রবলেমের কারণে ফরাসি ওপেন থেকে বার্টির ছিটকে যাওয়া নিঃসন্দেহে জৌলুস খানিকটা কমাল। ২০১৯ সালের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন বার্টি গত বছর করোনা পরিস্থিতিতে খেতাব ধরে রাখতে কোর্টে নামেননি। আজ দ্বিতীয় রাউন্ডে তিনি ৬-১ ব্যবধানে জেতেন পোল্যান্ডের প্রতিপক্ষ ম্যাগডা লিনেটের বিরুদ্ধে। এদিনও তাঁর বাঁ পায়ের উরুতে ব্যান্ডেজ বাঁধা ছিল এবং তিনি যে স্বাভাবিক ছন্দে নেই সেটাও ক্রমশ বোঝা যাচ্ছিল। লং ব়্যালির পাশাপশি ফার্স্ট সার্ভ করতেও সমস্যা বাড়তে থাকে দ্বিতীয় রাউন্ডে। সেট যখন ২-২ তখনই সরে দাঁড়ান।

প্রথম রাউন্ডের ম্যাচের পরও বার্টি জানিয়েছিলেন, তিনি পুরো ফিট নন। ম্যাচ ধরে ধরে এগোতে চান। কিন্তু দ্বিতীয় রাউন্ডেই আর পারলেন না বিশ্বের এক নম্বর অস্ট্রেলীয় টেনিস তারকা। এবার ফরাসি ওপেনে নামার আগে তিনি ক্লে কোর্টে ১৩টি ম্যাচ খেলেছিলেন, যার মধ্যে জেতেন ১১টিতে। তবে গত মাসে রোমে ডান হাতের বাহুতে চোট পেয়ে কোয়ার্টার ফাইনাল থেকে সরে দাঁড়ান। আজ সরে দাঁড়ানোর পর বার্টি বলেন, আমি যাতে খেলা চালিয়ে যেতে পারি সকলে মিলে সেই চেষ্টা করেছিলেন। এমনকী প্রথম রাউন্ডও আজ আমার কাছে ছোট মিরাকল ছাড়া কিছু নয়।

এদিকে, গতবারের ফাইনালিস্ট সোফিয়া কেনিন পৌঁছে গেলেন তৃতীয় রাউন্ডে। হারালেন হেইলি ব্যাপটিস্টেকে, ৭-৫, ৬-৩ ব্যবধানে। ২০১৮ সালের ফাইনালিস্ট স্লোয়ানে স্টিফেন্সের কাছে হেরে ছিটকে গেলেন নবম বাছাই ক্যারোলিনা প্লিস্কোভা। খেলার ফর ৭-৫, ৬-১।

English summary
Top-Ranked Ash Barty Withdraws From French Open With Injury. The 2019 Champion Trailed 6-1, 2-2 When She Returned To Her Chair And Signalled She Was Not Able To Continue.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X