For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ব্যক্তিগতভাবে এটা আমার কাছে অত্যন্ত দুঃখের দিন', রজার ফেডেরারের অবসরের সিদ্ধান্তে আবেগতাড়িত রাফায়েল নাদাল

'ব্যক্তিগতভাবে এটা আমার কাছে অত্যন্ত দুঃখের দিন', রজার ফেডেরারের অবসরের সিদ্ধান্তে আবেগতাড়িত রাফায়েল নাদাল

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার বিশ্বকে অবাক করে টেনিস থেকে অবসরের কথা ঘোষণা করেন রজার ফেডেরার। তিনি জানিয়েদেন আসন্ন লেভার কাপ হতে চলেছে পেশাদার টেনিস কেরিয়ারে তাঁর শেষ টুর্নামেন্ট। ফেডেরার নিজের অবসরের কথা ঘোষণা করে এক আবেগঘন পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে তিনি জানান, তাঁর শরীর জানান দিচ্ছে এ বার টেনিসকে বিদায় জানাতে।

শেষ বার পেশাদার টেনিসে ফেডেরারকোর্টে নামবেনলেভারকাপে:

শেষ বার পেশাদার টেনিসে ফেডেরারকোর্টে নামবেনলেভারকাপে:

লেভার কাপ বিশ্ব টেনিস শেষ বারের মতো দেখতে চলছে 'সেরা তিন'কে একত্রে যাঁরা গত দুই দশক ধরে টেনিসে রাজ করে আসছে। ফেডেরার ছাড়াও ২২টি গ্র্যান্ডস্ল্যামের মালিক রাফেয়েল নাদাল এবং ২১টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী নোভাক জকোভিচকে শেষ বারের মত একই টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করতে দেখবে গোটা টেনিস বিশ্ব। টিম ইউরোপের অংশ হিসেবে এই ইভেন্টে খেলবেন দুই বার উইম্বলডন জয়ী অ্যান্ডি মারেও। ফেডেরার এই টেনিস তারকাদের সঙ্গে বহু স্মরণীয় ম্যাচ খেলেছেন। নিজের অবসরের নোটে ফেডেরার উল্লেখ করেছেন সেই কথা। আলাদা ভাবে প্রত্যেকের নাম উল্লেখ না করে তিনি লিখেছেন, "আমি অত্যন্ত ভাগ্যবান অনেকগুলি স্মরণীয় ম্যাচ খেলার সুযোগ পাওয়ায় যেগুলো আমি কখনওই ভুলবো না।"

ফেডেরারের অবসরে আবেগতাড়িত নাদাল:

প্রিয় বন্ধু এবং কোর্টের সব থেকে বড় প্রতিপক্ষ রজারের অবসর ঘোষণার দিন ভারাক্রান্ত অপর কিংবদন্তি রাফায়েল নাদালের মন। রাফা এবং রজার একে অপরের কেরিয়ারের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী হলেও দুই জনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অন্য স্তরের। একে অপরের প্রতি রয়েছে অগাধ সম্মান। প্রিয় বন্ধুর অবসরে টুইটারে পুরষদের টেনিসে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যামের মালিক লিখেছেন, "প্রিয় রজার, আমার বন্ধু এবং প্রতিপক্ষ। আমি চেয়েছিলাম এই দিন না যেন কখনও না আসে। ব্যক্তিগতভাবে এটা আমার কাছে অত্যন্ত দুঃখের দিন এবং সারা বিশ্বের ক্রীড়াজগতের কাছেও। তোমার সঙ্গে এতগুলো বছর এক সঙ্গে খেলতে পারাটা আমার কাছে বিশেষ, সম্মানের, আনন্দের। কোর্টের মধ্যে এবং বাইরে বহু স্মরণীয় সময় কাটিয়েছি।"

এখনও অনেক মুহূর্ত এক সঙ্গে কাটানোর রয়েছে:

তিনি আরও লিখেছেন, "ভবিষ্যতেও অনেক মুহূর্ত আমাদের এক সঙ্গে কাটাতে হবে। এখনও অনেক কিছু রয়েছে এক সঙ্গে করার, আমরা সেটা জানি। এখনের জন্য আমি চাই খুশিতে তুমি সময় কাটাও স্ত্রী মিরকা, বাচ্চােদের সঙ্গে, পরিবারের সঙ্গে এবং উপভোগ করে ভবিষ্যৎকে। লন্ডনে দেখা হচ্ছে।"

আরও একটি উইম্বলডন খেলার ইচ্ছা ছিল ফেডেরারের:

জুলাইতে ফেডেরার বলেছিলেন তিনি আরও একটা উইম্বলডন খেলতে চান। মনে হয়তো এই একটা অপূর্ণতা রয়ে গেলেও তিনি জানিয়েছেন এমন একটা জীবন তিনি কাটিয়েছেন যার স্বপ্ন দেখেন অনেকে। রজার অবসর জানানোর নোটে লিখেছেন, "এটা আমার কাছে অম্লমধুর সিদ্ধান্ত কারণ এই ট্যুরগুলো আমায় যা দিয়েছে তার অভাব আমি অনুভব করব। কিন্তু একই সময়ে অনেক কিছু রয়েছে সেলিব্রেট করার জন্য। আমি নিজেকে এই পৃথিবীর এক জন অন্যতম ভাগ্যবান মানুষ মনে করি। টেনিস খেলার জন্য আমায় বিশেষ ক্ষমতা পেয়েছি এবং এমন উচ্চতায় খেলেছি যার কল্পনাও কখনও করিনি।"

English summary
This is what Rafael Nadal says this on Roger Federer's retirement. Nadal wrote in twitter that this is a sad day for him personally.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X