For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্টিনা নাভ্রাতিলোভার জোড়া ক্যানসার! সর্বশক্তি দিয়ে লড়াইয়ে প্রত্যয়ী মার্কিন টেনিস কিংবদন্তি

Google Oneindia Bengali News

ইংরেজি নতুন বছরের শুরুতেই উদ্বেগের খবর। ক্যানসারে আক্রান্ত মার্টিনা নাভ্রাতিলোভা। গলা ও ব্রেস্ট ক্যানসারে তিনি ভুগছেন। নিজেই এক বিবৃতি মারফত এ কথা জানিয়েছেন মার্কিন টেনিস কিংবদন্তি। প্রত্যয়ী নাভ্রাতিলোভা বলেছেন, সর্বশক্তি দিয়ে তিনি লড়াইয়ের জন্য প্রস্তুত। উল্লেখ্য, ২০১০ সালেও তাঁর ব্রেস্ট ক্যানসার ধরা পড়েছিল। সার্জারি ও রেডিয়েশন থেরাপির মাধ্যমে ক্যানসার জয়ও করেছিলেন।

মার্টিনা নাভ্রাতিলোভার জোড়া ক্যানসার!

১৮টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নাভ্রাতিলোভা ঘুরে গিয়েছেন কলকাতাতেও। নেতাজি ইনডোর স্টেডিয়ামে তিনি অংশ নিয়েছিলেন প্রদর্শনী ম্যাচে। তাঁর জন্ম চেক প্রজাতন্ত্রের প্রাগে। কিন্তু আমেরিকার নাগরিক হিসেবেই টেনিস জগতে তাঁর উত্থান। খেলা ছাড়ার পর কোচিংয়েও আসেন নাভ্রাতিলোভা। তাঁর বয়স এখন ৬৬। তবে স্বস্তির কথা একটাই, নাভ্রাতিলোভার ক্যানসার আপাতত প্রাথমিক পর্যায়েই ধরা পড়েছে। সে কারণেই মার্কিন টেনিস কিংবদন্তি ফের ক্যানসারজয়ী হয়ে উঠতে পারবেন বলে আশাবাদী চিকিৎসকরা।

নাভ্রাতিলোভাও জানিয়েছেন, ক্যানসার যে পর্যায়ে রয়েছে তা থেকে আরোগ্যলাভ সম্ভব। এই জোড়া ধাক্কা নিঃসন্দেহে সিরিয়াস। তবে এ থেকে সেরে ওঠে সম্ভব। আমিও মনে করি, ক্যানসার জয় করা সম্ভব হবে। অস্ট্রেলিয়ান ওপেনে টেনিস চ্যানেলের হয়ে ৯ বারের উইম্বলডন চ্যাম্পিয়ন নাভ্রাতিলোভার ধারাভাষ্য দেওয়ার কথা ছিল। কিন্তু এখন যা জানা যাচ্ছে, তিনি মাঝেমধ্যে ভার্চুয়ালি ধারাভাষ্য বা ম্যাচ বিশ্লেষণের কাজ করবেন। বিবৃতিতে জানানো হয়েছে, মার্টিনার গলার ক্যানসার স্টেজ ওয়ানে রয়েছে। চলতি মাসেই চিকিৎসা শুরু হবে। ক্যানসারের ধরন হলো এইচপিভি, যা সঠিক চিকিৎসায় সেরে যায়।

নাভ্রাতিলোভা গত মরশুমে ডব্লুটিএ ফাইনালস চলাকালীন খেয়াল করেন তাঁর ঘাড়ের কাছে বড় আকারের লিম্ফ রয়েছে। তখনই সিদ্ধান্ত নেন বায়োপসি করানোর। তাতেই জানা যায়, এটি স্টেজ ওয়ান থ্রোট ক্যানসার। এই গলার ক্যানসারের জন্য পরীক্ষা করানোর সময় ব্রেস্টেও তিনি সন্দেহজনক কিছু দেখতে পান। সেটিও ক্যানসার বলে জানা যায়। তবে এই ব্রেস্ট ক্যানসারের সঙ্গে গলার ক্যানসারের কোনও সংযোগ নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বড় কথা, দুটি ক্যানসারই প্রাথমিক পর্যায়ে রয়েছে। নাভ্রাতিলোভা ২০১০ সালে ক্যানসার আক্রান্ত হওয়ার পর প্রথমে ভেঙে পড়েছিলেন। ক্যানসার-জয়ের পর পরে তিনি এই সম্পর্কে সচেতনতা বৃদ্ধির কাজেও নিজেকে নিয়োজিত করেন। নাভ্রাতিলোভার আরোগ্য কামনা করছেন ক্রীড়াপ্রেমীরা। তিনি তিনবার অস্ট্রেলিয়ান ওপেন, ২ বার ফরাসি ওপেন, ৯ বার উইম্বলডন, চারবার মার্কিন যুক্তরাষ্ট্র ওপেন জিতেছেন।

English summary
Tennis Great Martina Navratilova Has Been Diagnosed With Throat And Breast Cancer. She Is Set To Begin Treatment Later In January In New York.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X