For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Australian Open: ভিসা অনিশ্চিয়তার মধ্যেও জকোভিচকে ধরেই হল অস্ট্রেলিয়ান ওপেনের ড্র

ভিসা অনিশ্চিয়তার মধ্যেও জকোভিচকে ধরেই হল অস্ট্রেলিয়ান ওপেনের ড্র

Google Oneindia Bengali News

ভিসা অনিশ্চিয়তার মধ্যেই অস্ট্রেলিয়ান ওপেনের ড্র-এ নোভাক জকোভিচের নাম নথিভুক্ত করলেন আয়োজক'রা। শেষ মুহূর্তে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে বিশ্ব টেনিসের একনম্বর তরকা প্রথম রাউন্ডের ম্যাচে খেলবেন তাঁর দেশেরই অবাছাই মিওমির কেকমানোভিচের বিপক্ষে। শীর্ষ বাছাই হিসেবেই বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামে জায়গা করে নিয়েছেন তিনি।

Australian Open: ভিসা অনিশ্চিয়তার মধ্যেও জকোভিচকে ধরেই হল অস্ট্রেলিয়ান ওপেনের ড্র

প্রথমে অস্ট্রেলিয়ার স্থানীয় সময় অনুযায়ী দুপুর তিনটায় এই ড্র হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎই কোনও কারণ না দেখিয়ে এক ঘণ্টার বেশই সময় পিছিয়ে ড্র পিছিয়ে দেয় আয়োজকরা। তিনটের পরিবর্তে, স্থানীয় সময়ে বিকেল ৪:১৫ মিনিটে ড্র হবে জানায় আয়োজক'রা। মুলত জোকারের ভিসা সংক্রান্ত অনিশ্চিয়তার কারণেই পিছিয়ে দেওয়া হয়েছিল ড্র।

ড্র-এ নাম থাকলেও জোকার যে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামে খেলবেন তা জোর দিয়ে বলা যাচ্ছে না। তবে আয়োজকরা আশাবাদী সোমবার বা মঙ্গলবার মেলবোর্ন পার্কে দেখা যাবে ন'বারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী নোকাভ জকোভিচ'কে। বৃহস্পতিবার রড লেভার এরিনায় অনুশীলনও করেছেন তিনি।

পুরুষদের সিঙ্গলসে দানিল মেদভেদেভ দ্বিতীয় বাছাই, তিনে আলেকজান্ডার জেরেভ, চারে স্তেফানোস সিটসিপাস, পঞ্চম বাছাই আন্দ্রে রুবলেভ, ষষ্ঠ বাছাই রাফায়েল নাদাল। মহিলাদের সিঙ্গলসে শীর্ষ বাছাই অ্যাশ বার্টি। দ্বিতীয় বাছাই আরিা সাবালেঙ্কা। তিন থেকে পাঁচে যথাক্রমে গারবিন মুগুরুজা, বারবোরা ক্রেজিকোভা ও মারিয়া সাক্কারি। অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ড্র সম্পূর্ণ হয়ে গিয়েছে। চতুর্থ রাউন্ডে এটিপে ক্রমতালিকায় বর্তমানে শীর্ষ স্থানে থাকা অ্যাশ বার্টির বিরুদ্ধে দেখা হতে পারে ২০২১ অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন জাপানি তারকা নাওমি ওসাকার।

অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে জকোভিচ পা রাখার পরেই সূত্রপাত ঘটে একের পর এক সমস্যার৷ ভিসা সংক্রান্ত জটিলতার কারণে তাঁকে বিমানবন্দরেই আটকে দেয় অভিবাসন দফতর ৷ তাঁর ভিসা সংক্রান্ত আবেদন পত্রে তথ্যের ভুল থাকায় বাতিল করে দেওয়া হয় এন্ট্রি ভিসা। তাঁকে রাখা হয়েছিল অভিবাসন দফতরের নির্দিষ্ট করা একটি হোটেলে।

তাঁর ভিসা বাতিল করার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন জোকার। সামগ্রিক পরিস্থিতি এবং দাখিল করা কাগজ পত্র দেখে ভিসা বাতিলের সেই সিদ্ধান্তকে অনৈতিক ঘোষণা করে আদালত। যার ফলে বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকতে কোনও বাধা নেই সার্বিয়া'র এই প্রতিযোগীর। তবে, একেবারেই বিপদ কাটেনি নোভাকের। অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক চিন্তা ভাবনা শুরু করেছেন অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার আগে জকোভাচিরে ভিসা বাতিল করা হবে কি না সেই বিষয়ে। অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী অভিবাসন মন্ত্রীর ক্ষমতা রয়েছে যে কারোর ভিসা বাতিল করার। যদি তিনি বিশেষ ক্ষমতা প্রয়োগ করেন তা হলে আগামী তিন বছর আর অস্ট্রেলিয়ায় পা রাখতে পারবেন না জোকার।

English summary
Organizers of Australia Open included Novak Djokovic in official draw, The top seeded tennis star has draen fellow unseeded Miomir Kecmanovic. Earlier today without giving any explanation organizer Tennis Australia had delayed the draw.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X