অস্ট্রেলিয় ওপেনের কোয়ার্টার ফাইনালে নাদালের হার, জয় সিটসিপাসের
অস্ট্রেলিয় ওপেনের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন রাফায়েল নাদাল। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ম্যাচ জিতলেন স্টেফানস সিটসিপাস। দুর্দান্ত জয়ের পর আপ্লুত হয়েছেন গ্রিসের টেনিস তারকা। এই সাফল্য বর্ণনা করার ভাষা তাঁর কাছে নেই বলেও জানালেন সিটসিপাস।

হাই-ভোল্টেজ কোয়ার্টার ফাইনালের প্রথম সেটেই হেরে যান রাফায়েল নাদাল। ৩-৬ গেমে সেট জেতেন স্টেফানস সিটসিপাস। দ্বিতীয় সেটেও দুর্দান্ত ভাবে জয় হাসিল করেন গ্রিসের টেনিস তারকা। ২-৬ গেমে সেট হারেন স্প্যানিশ তারকা। তবে তৃতীয় সেটে দুর্দান্ত ভাবে ফিরে আসেন রাফায়েল নাদাল। টাইব্রেকার পর্যন্ত গড়ায় মোকাবিলা। ৭-৬ গেমে তৃতীয় সেট জেতেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা।
চতুর্থ সেটে দুই খেলোয়াড়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। সিটসিপাসের দুটি সার্ভিস ব্রেক করেন নাদাল। শেষমেশ ৬-৪ গেমে চতুর্থ সেট জেতেন স্প্যানিশ তারকা। এহেন পরিস্থিতিতে পঞ্চম সেট ম্যাচ নির্ধারক হয়ে দাঁড়ায়। সেই মতো নিজেদের সর্বস্ব উজাড় করে দেন নাদাল ও সিটসিপাস। তবে শেষ হাসি হাসেন গ্রিসের তারকাই। ৭-৫ গেমে সেট হারেন নাদাল।
এদিন টুর্নামেন্টের অন্য কোয়ার্টার ফাইনালে স্বদেশী রুবলেভকে হারিয়ে দেন রাশিয়ার ড্যানিল মেদভেদেভ। ৭-৫, ৬-৩, ৬-২ সেটে ম্যাচ জেতেন বিশ্বের চার নম্বর টেনিস তারকা। সেমিফাইনালে মেদভেদেভের বিরুদ্ধেই মোকাবিলায় নামবেন স্টেফানস সিটসিপাস। অন্য সেমিফাইনালে রাশিয়ার কারাটসেভের মুখোমুখি হবেন নোভাক জকোভিচ।