Rafael Nadal: পুরনো যন্ত্রের সঙ্গে নিজেকে তুলনা করলেন রাফায়েল নাদাল
পুরনো যন্ত্রের সঙ্গে নীচের শরীরের তুলনা করলেন স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল। কার্লোস আলকারেজের বিরুদ্ধে ইন্ডিয়ান ওয়েলসের সেমিফাইনাল ম্যাচে চোট পাওয়ার পর গত সপ্তাহে মাদ্রিদ ওপেনে কোর্টে ফিরেছেন নাদাল। ইন্ডিয়ান ওয়েলসে জিতলেও মাদ্রিদ ওপেনের শেষ আটে ১৯ বছর বয়সী স্প্যানিয়ার্ডের বিরুদ্ধে পরাস্ত হন নাদাল। যদিও এই ম্যাচের আগে স্প্যানিশ মহানক্ষত্র জানিয়েছিলেন, তিনি আন্ডারডগ হিসেবেই শুরু করবেন।

বছরের প্রথম ২০টি ম্যাচে জিতেছিলেন নাদাল, যার মধ্যে রয়েছে অস্ট্রেলীয় ওপেন খেতাব জয়। কিন্তু ইতালিয়ান ওপেনের নামার আগে কোনও রাখঢাক না করেই নাদাল জানালেন বর্তমানে সেরা ফর্মে তিনি নেই। তিনি বলেন, "আমার শরীর পুরনো যন্ত্রের মতো, এই যন্ত্রকে আবারও সচল করতে কিছু সময়ে লাগবে। ১৯ বছরের আপনি আর ৩৬ বছরের আপনি কখনওই এক নয়।"
তাঁর আরও সংযোজন, "নতুন করে আপনার শরীর, আপনার নড়াচড়ার উপর আপনাকে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে, তারপরই টেনিসের সঙ্গে আবারও স্বাচ্ছন্দ্য বোধ করা শুরু করবেন। এটা অনেক বেশি নিজেকে আত্মবিশ্বাসী করে তোলার ব্যপার, নিজের গতি ফিরে পাওয়ার ব্যাপার, যে ভাবে আমি মাটির কোর্টে খেলি সেই ছন্দ ফিরে পাওয়ার ব্যাপার।" কেরিয়ারের ১৩ নম্বর খেতাব জয়ের জন্য রোলাঁ গারো-এ নামার আগে রোমে শেষ ওয়ার্ম আপ টুর্নামেন্ট খেলবেন নাদাল।

ইতালিয়ান ওপেনে নামার আগে নাদাল বলেন, "আমার কিছু সময় প্রয়োজন, তবে এইটা হয়তো ভাল সপ্তাহ হতে চলেছে, আবার নাও হতে পারে, কে বলতে পারে? একমাত্র যে বিষয়টা নিশ্চিত তা হল আমার চেষ্টা। আমি চেষ্টা জারি রাখবো এবং নিজের আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করবো আগামী সপ্তাহে প্রতিযোগীতায় নামার আগে। দুর্ভাগ্যবশত এই বছর আমার এটাই লক্ষ্য কারণ এই মরসুমে মাটির কোর্টে নামার আর দ্বিতীয় সুযোগ আমার কাছে আসবে না। " ইতালিয়ান ওপেনে দশ বার চ্যাম্পিয়ন হয়েছেন রাফায়েল নাদাল।