For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডের বাধা টপকালেন নাদাল

Google Oneindia Bengali News

জয় দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে যাত্রা শুরু করলেন রাফায়েল নাদাল। প্রতিযোগীতার ষষ্ঠ বাছাই সোমবার উদ্বোধনী দিনে স্ট্রেট সেটে পরাজিত করলেন আমেরিকার মার্কোস গিরনকে। ২০০৯ সালে রজার ফেডেরারকে ফাইনালে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জেতা নাদালের পক্ষে এ দিনের ম্যাচের ফল ৬-১, ৬-৪ এবং ৬-২।

অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডের বাধা টপকালেন নাদাল

কেরিয়ারের মাত্র একবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন নাদাল। ২০০৯ সালে রড লেভার এরিনায় কেরিয়ারে একমাত্র অস্ট্রেলিয়ান ওপেনটি জিতেছিলেন তিনি। দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার থানাসি কোকিনাকিস বা জার্মানির ইয়ানিক হাফম্যানের মুখোমুখি হবেন নাদাল। পায়ের চোট সারিয়ে কোর্টে ফেরা নাদাল প্রথম রাউন্ডের বাধা টপকে বলেছেন, "চোট থেকে কখন পুরোপুরি সেরে উঠবেন তা আপনি নিজেও জানেন না। প্রতিদিন নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। তবে আমি ইতিবাচক মানসিকতা রেখেছি। গত সপ্তাহে আমি এখানে তিনটি ম্যাচ এবং খেতাব জিতেছি। বেশ কিছু চ্যালেঞ্জিং সময় কাটিয়ে এসেছি। অনেক কঠিন পরিস্থিতি এবং সংশয়ের মধ্যেও পায়ের চোট সারিয়ে উঠতে সক্ষম হয়েছি।"

অস্ট্রেলিয়ায় আসার আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন নাদাল। কোভিডের কারণে শরীর যেল এখনও পুরোপুরি ফিট নয়, মাঝে মধ্যে ক্লান্তি আসে তা জানিয়েছেন এই স্প্যানিশ তারকা। তাঁর কথায়, "চার দিন বিছানায় পড়ে ছিলাম। তবে ধীরে ধীরে ভাল অনুভব করতে থাকি। অস্ট্রেলিয়ায় আসার পূর্বে নেগেটিভ পিসিআর রিপোর্টও চলে আসে।"

কেরিয়ারে মোট ২০টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন রাফায়েল নাদাল। তার মধ্যে মাত্র একবার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেও সেই সংখ্যাটা বাড়াতে চান এই বছর। চোটের কারণে এই বছর গ্র্যান্ডস্ল্যাম থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন কিংবদন্তি রজার ফেডেরার। ভিসা ইস্যুতে অস্ট্রেলিয়ায় এসেও টুর্নামেন্টে অংশ নেওয়া হয়নি নোভাক জকোভিচের। ডিফেন্ডিং চ্যাম্পিনকে খালি হাতেই ফিরে যেতে হয়েছে। বিশ্ব টেনিসের দুই মহানক্ষত্র না থাকায় এই বছর অস্ট্রেলিয়ান ওপেন জেতার বেশ ভাল সুযোগ রয়েছে রজারের সামনে।

English summary
Rafael Nadal starts Australian open campaign after beating American opponent Marcos Giron in straight set. He crossed the huddle of first round. The result of the match in favour of nadal is 6-1, 6-4, 6-2.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X