ফরাসি ওপেনের ফাইনালে নতুন ইতিহাস গড়তে তৈরি হেলেপ
অপ্রতিরোধ্য সিমোনা হেলেপ। ফরাসি ওপেনে স্বপ্নের দৌড় চলছে রোমানিয়ার এই টেনিস তারকার। সেমিফাইনাল পর্যন্ত যেই গারবিনে মুগুরুজাকে অপ্রতিরোধ্য লাগছিল, তাঁকেই বৃহস্পতিবার স্ট্রেট সেট হারিয়ে ফরাসি ওপেনের ফাইনালে জায়গা করে নিলেন হেলেপ। মুগুরুজার বিরুদ্ধে ৬-১, ৬-৪ সেটে ম্যাচ জিতে নেন হেলেপ।

তবে, ফরাসি ওপেনের ফাইনালে পৌছলেও অতীতের খারাপ রেকর্ড কিছুটা হলেও মেগা ফাইনালের আগে চিন্তায় রাখবে রোমানিয়ার এই তারকাকে। কারণ এর আগের তিনটি গ্র্যান্ডস্ল্যামে ফাইনালে পৌছলেও খেতাব জিততে পারেননি হেলেপ। সন্তুষ্ট থাকতে হয়েছে রানার্স হয়েই। যার মধ্যে দু'টি ফাইনালই ছিল ফারিস ওপেনের। ২০১৪ এবং ২০১৭ সালে ফরাসি ওপেনের ফাইনালে পৌছেও জেতা হয়নি সিমোনা হেলেপের।
ইতিহাসের চাকা এই বার ঘোরাতে তৈরি সিমোনা। এই বারের ফরাসি ওপেন থেকে খেতাব জয় ছাড়া আর কিছুই ভাবছেন না তিনি।
শনিবার ফাইনালে হেলেপর প্রতিপক্ষ আমেরিকার স্লোয়ানে স্টিফেন্স। স্লোয়ানেও ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন স্ট্রেট সেটে ম্যাচ জিতে। সেমিফাইনালে ম্যাডিসন কিইসকে ৬-৪, ৬-৪ ব্যবধানে হারান তিনি।
শনিবার এই দুই যুযুধান প্রতিপক্ষের মধ্যে হবে ফাইনালের লড়াই।