For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Novak Djokovic: আপাত স্বস্তি, এখনই অস্ট্রেলিয়া থেকে বের করা যাবে না জোকার’কে

Google Oneindia Bengali News

কিছুটা হলেও আশার আলো দেখতে পেলেন নোভাক জকোভিচ। সার্বিয়া'র টেনিস তারকা'কে খানিকটা স্বস্তি দিয়ে বিচারপতি জানিয়ে দিলেন সোমবার জকোভিচ'কে অস্ট্রেলিয়া'র বাইরে বের করার কোনও প্রচেষ্টাই করতে পারবে না প্রশাসণ।

Novak Djokovic: আপাত স্বস্তি, এখনই অস্ট্রেলিয়া থেকে বের করা যাবে না জোকার’কে

যদিও সরকারী পক্ষের আইনজীবি আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে তাঁরা অস্ট্রেলিয়া থেকে জোকারের অস্ট্রেলিয়া থেকে তাঁর দেশ সার্বিয়ায়ে ফেরানোর বিষয়ে বেশি তাড়হুড়ো করতে চান না। অস্ট্রেলিয়ার ফেডেরাল সার্কিট কোর্টে শুনানি চলছে জকোভিচের।

এর আগে শুনানিতে জোকার'কে ডিটেনশন হোটেল থেকে ছাড় দেওয়ার নির্দেশও দিয়েছিলেন বিচারপতি। গত মঙ্গলবার সকাল থেকে ডিটেনশন হোটেল পার্ক হোটেলে রাখা হয়েছে নোভাক'কে। অল লাইনের পরিবর্তে যাতে জকোভিচ পুরো শুনানি প্রক্রিয়া নিজের চোখের সামনে দেখতে পান সেই কারণে তাঁকে ডিটেনশন হোটেল থেকে ছাড় দেওয়ার আদেশ দিয়েছিলেন বিচারক অ্যান্টনি কেলি। নোভাকের পক্ষ নিয়ে অস্ট্রেলিয়ার বিচারপতি জানতে পর্যন্ত চেয়েছিলেন দেশের কড়া প্রবেশাধিকার সংক্রান্ত নিয়মের অস্ট্রেলিয়ায় পা রাখারা ছাড়পত্র পেতে আর কী কী করতে হত নোভাক'কে?

ইতিমধ্যেই নোভাকের পাশে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ায় তাঁর সমর্থকেরা ডিটেনশন হোটেল বন্ধ করার দাবি তুলেছেন। একই সঙ্গে প্ল্যাকার্ড নিয়েও বিক্ষোপ দেখিয়েছে নোভাকের মুষ্টিমেয় সমর্থক। তাঁদের বক্তব্যের নির্যাস, 'নোভাক জকোভিচ কোনও অনৈতিক কাজ করেননি। পাঁচ তারা হোটেলের সার্ভিস পাওয়া উচিৎ ওর।'

জকোভিচের এই সমস্যায় পড়ার পিছনে অনেক অংশে দায়ী অস্ট্রেলিয়ান ওপেনের প্রধান ক্রেগ টিলে। এক কঠিন পরিস্থিতির মধ্যে তিনি ক্রমাগত নির্দেশিকা বদল করেছেন। অপর দিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন আগেই টেনিস অস্ট্রেলিয়া'কে জানিয়েছিল প্রতিযোগীদের ভিসা পাওয়ার গাইডলাইনের বিষয়ে। মূলত আয়োজকদের ব্যর্থতায় এই ভাবে ভুগতে হচ্ছে বর্তমানে বিশ্বের এক নম্বর টেনিস তারকা'কে।

রেকর্ড ২১তম গ্র্যান্ডস্ল্যাম জেতার জন্য গত সপ্তাহে মেলবোর্নে পা রেখেছিলেন জকোভিচ। কিন্তু মেলবোর্ন বিমানবন্দরের ইমিগ্রেসানে আটকে যান সার্বিয়ার তারক। ভ্যাকসিন না নেওয়া নোভাক'কে বিশেষ ছাড় দেওয়া হলেও, সেই বিশেষ ছাড় পাওয়ার নেপথ্যে প্রয়োজনীয় কোনও নথি দাখিল করতে পারেননি পাশাপাশি ভ্যাকসিন না নেওয়ার সঠিক কারণ দর্শাতে পারেননি। এর পরই জকোভিচের এন্ট্রি ভিসা বাতিল করে দেওয়া হয় এবং তাঁকে নিয়ে রাখা হয় ডিটেনশন হোটেলে।

২০১৯, ২০২০ এবং ২০২১ অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষদের সিঙ্গলসে বিজয়ী নোভাক। মোট ন'বার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন সার্বিয়ার এই টেনিস তারকা। দুই অপর প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল এবং রজার ফেডেরারের সঙ্গে একই গ্র্যান্ডস্ল্যাম জয়ের নীরিখে একই বিন্দুতে দাঁড়িয়ে রয়েছেন জোকার। এই তিন টেনিস তারকাই ২০টি করে গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন। আসন্ন অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারলে নাদাল-ফেডেরার'কে ছাপিয়ে যাবেন জকোভিচ। একক ভাবে পুরুষদের মধ্যে শীর্ষ গ্র্যান্ডস্ল্যাম জয়ের নজির গড়বেন। তব এর পুরোটাই নির্ভর করছে আদালত কী রায় দেয় তার উপর। এখনও পর্যন্ত জকোভিচের পক্ষে রায় গেলেও, অস্ট্রেলিয়া প্রশাসন'কে ভুল প্রমাণ করে আদৌ আইনি লড়াইয়ে জোকার জিততে পারেন কি না সেটাই দেখার।

English summary
Australian judge Anthony Kelly has agreed to delay any effort to deport tennis Player from Serbia Novak Djokovic to late Monday, as his court case continues in Melbourne. The final verdict is yet to come but as of now Novak is in very good position.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X