For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ায় আসার কাগজপত্র পূরণ করতে ভুল করেছিলেন এজেন্ট, বিবৃতিতে আর কী বললেন জোকার

অস্ট্রেলিয়ায় আসার কাগজপত্র পূরণ করতে ভুল করেছিলেন এজেন্ট, বিবৃতিতে দিয়ে কী বললেন জোকার

Google Oneindia Bengali News

বুধবার একটি বড় বিজ্ঞপ্তি জারি করেছেন বর্তমানে টেনিস ব্যাতিত অপর কারণে শিরোনামে থাকা নোভাক জকোভিচ। বুধবার সেই বিজ্ঞপ্তিতে নোভাক জানিয়েছেন কেন তিনি ডিসেম্বরে কোভিড-১৯ পজিটিভ ধরা পরা স্বত্ত্বেও নিভৃতবাসে দিন কাটাননি। পাশাপাশি তিনি এ-ও জানিয়েছেন অস্ট্রেলিয়ায় আসার জন্য ডিক্লারেশন (ফর্ম) ঠিক মতো পূরণ করতে পারেনি তাঁর এজেন্ট।

অস্ট্রেলিয়ায় আসার কাগজপত্র পূরণ করতে ভুল করেছিলেন এজেন্ট, বিবৃতিতে দিয়ে কী বললেন জোকার

বিশেষ ছাড় নিয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে পা রাখলেও কেন তিনি বিশেষ মেডিক্যাল ছাড় পাওয়ার যোগ্য তা দেখাতে পারেননি জকোভিচ, দাবি করেছিলেন অভিবাসন দফতরের আফিকারিরকা। এন্ট্রি ভিসা বাতিল কারে তাঁকে রাখা হয়েছিল অভিবাসন দফতরেরই একটি হোটেলে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন আগেই জানিয়েছিলেন সকলের জন্যই এক নিয়ম প্রযোজ্য, নোভাক কোনও বিশেষ সুবিধা পাবে না।

তাঁর ভিসা বাতিল করার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন জোকার। সামগ্রিক পরিস্থিতি এবং দাখিল করা কাগজ পত্র দেখে ভিসা বাতিলের সেই সিদ্ধান্তকে অনৈতিক ঘোষণা করে আদালত। যার ফলে বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকতে কোনও বাধা নেই সার্বিয়া'র এই প্রতিযোগীর।

তবে, একেবারেই বিপদ কাটেনি নোভাকের। অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক চিন্তা ভাবনা শুরু করেছেন অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার আগে জকোভাচিরে ভিসা বাতিল করা হবে কি না সেই বিষয়ে। অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী অভিবাসন মন্ত্রীর ক্ষমতা রয়েছে যে কারোর ভিসা বাতিল করার। যদি তিনি বিশেষ ক্ষমতা প্রয়োজন করেন তা হলে আগামী তিন বছর আর অস্ট্রেলিয়ায় পা রাখতে পারবেন না জোকার।

ইনস্টাগ্রামে জকোভিচ লিখেছন, "আমি জোর দিয়ে বলতে পারে যে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি দায়বদ্ধ এবং টেস্টিং করানোর বিষয়েও আমার কোনও আপত্তি ছিল না।" পাশাপাশি তিনি এ-ও জানান অস্ট্রেলিয়ায় আসার আগে ট্রাভেল ডিকলারেশন ফর্মে ভুল জায়গায় টিক দিয়েছিল তাঁর এজেন্ট। তাঁর কথায়, "ট্রাভেল ডিক্লারেশনের ফর্মটা আমার পরিবর্তে আমার সাপোর্ট টিম জমা দিয়েছিল। এই একই কথা আমি (মেলবোর্ন) আসার পর অভিবাসন আধিকারিকদেরও বলেছিলাম। আমার এজেন্ট এই ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।" উল্লেখ্য, অস্ট্রেলিয়া আসার আগে যে ফর্মটি পূরণ করতে হত তাতে লেখা ছিল, অস্ট্রেলিয়ায় আসার আগে সংশ্লিষ্ট ব্যক্তি অন্য কোথাও গিয়েছেন কি না? এর উত্তরেই ভুল বক্সে টিক দেয় জকোভিচের সাপোর্ট টিম।

১৭ জানুয়ারি থেকে চলবে অস্ট্রেলিয়ান ওপেন, বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামটি চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। মোট নয় বার অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতেছেন নোভাক জকোভিচ।

English summary
Novak Djokovic releases a statement and informed there were mistakes made by his agent while filling Australia Travel declaration. Novak was detained by Melbourne immigration authority and cancelled his entry visa earlier. Authority said Novak does not fulfil criteria to enter Australia. But later he was given clean sheet by court.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X