For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সানিয়া-বোপান্নার স্বপ্নের দৌড় থামল, অস্ট্রেলিয়ান ওপেন মিক্সড ডাবলস ফাইনালে পরাস্ত ব্রাজিলের জুটির কাছে

অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস ফাইনালে হেরে গেল সানিয়া মির্জা-রোহন বোপান্না জুটি। ব্রাজিলীয় জুটির জয় ৭-৬, ৬-২ সেটে।

Google Oneindia Bengali News

সানিয়া মির্জা কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যামে পৌঁছে গিয়েছিলেন খেতাবের কাছাকাছি। যদিও শেষরক্ষা হলো না। রোহন বোপান্নাকে নিয়ে তাঁর স্বপ্নের দৌড় থেমে গেল অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস ফাইনালে। মেলবোর্ন পার্কে নিজের শেষ গ্র্যান্ড স্ল্যাম ম্যাচে সানিয়ার খেলায় চেনা ঝলক দেখা গেলেও শেষ অবধি ব্রাজিলের জুটির খেতাব জয় আটকানো গেল না।

তীরে এসে তরী ডুবল

তীরে এসে তরী ডুবল

রড লেভার অ্যারেনায় সানিয়া মির্জা ও রোহন বোপান্না জুটিকে হারিয়ে মিক্সড ডাবলস খেতাব জিতল ব্রাজিলের লুইসা স্তেফানি ও রাফায়েল মাতোস। খেলার ফল ৭-৬ (৬-২), ৬-২। এদিন জিততে না পারায় সানিয়ার বর্ণময় কেরিয়ারে গ্র্যান্ড স্ল্যাম ডাবলস খেতাবের সংখ্যা দাঁড়িয়ে থাকল ৬-এ। প্রথম সেটে সানিয়া-বোপান্না পিছিয়ে পড়েছিলেন ০-২ ব্যবধানে। সেখান থেকে ২-২ করে ৩-২ ব্যবধানে এগিয়েও যান। কিন্তু তাঁদের প্রতিপক্ষ জুটি ৩-৩ করে ফেলার পর ফের লিড নেয় ভারতীয় জুটি। সার্ভ ব্রেকের সুবাদে ৫-৩ ব্যবধানে এগিয়েও ছিল। কিন্তু ফের ঘুরে দাঁড়ায় ব্রাজিলীয় জুটি। ৫-৫ হয়ে যাওয়ার পর সানিয়ার সার্ভে ভারত ৬-৫-এর লিড নেয়। যদিও বোপান্নার সার্ভ ভোগাল ভারতীয় জুটিকে। শেষ অবধি টাইব্রেকারে সানিয়ারা পরাস্ত হন প্রথম সেটে।

মিক্সড ডাবলস ফাইনালে হার

দ্বিতীয় সেটে অবশ্য সানিয়া-বোপান্নাকে কার্যত উড়িয়ে দিল ব্রাজিলীয় জুটি। ০-৩ ব্যবধানে পিছিয়ে পড়ার পর বোপান্নার সার্ভে ভারত প্রথম পয়েন্ট আদায়ে সক্ষম হয়। ক্রমাগত লিড বাড়িয়ে স্তেফানি-মাতোস খেতাব নিশ্চিত করে ফেলেন। সানিয়া ১৪ বছর বয়সে প্রথম জুটি বেঁধেছিলেন রোহন বোপান্নার সঙ্গেই। তখন বোপান্নার বয়স ২০। এখন সানিয়া ৩৬, বোপান্না ৪২। প্রথম মিক্সড ডাবলস পার্টনারকে নিয়ে গ্র্যান্ড স্ল্যাম জেতার কাছাকাছি পৌঁছেও তীরে এসে তরী ডুবল।

সানিয়ার গ্র্যান্ড স্ল্যাম কেরিয়ারের পরিসমাপ্তি

সানিয়া এদিন খেললেন খেললেন ১১তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। তিনি ৬টি গ্র্যান্ড স্ল্যাম-সহ মোট ৪৩টি ডাবলস খেতাব জিতেছেন। বিশ্বের ১ নম্বর ডাবলস প্লেয়ার হিসেবে কাটিয়েছেন ৯১ সপ্তাহ। অন্যদিকে, বোপান্না এই নিয়ে চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেললেন। ২০১৭ সালে তিনি টিমেয়া বাবোসকে নিয়ে জিতেছিলেন ফরাসি ওপেন খেতাব।

আবেগপ্রবণ ভারতীয় টেনিস সুন্দরী

এদিনের ফাইনালে বেশ কিছু ভালো রিটার্নের পাশাপাশি ফোরহ্যান্ডেও অসাধারণ ছিলেন সানিয়া। খেলা শেষের পর তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। চোখের জল ধরে রাখতে পারেননি। অস্ট্রেলিয়ান ওপেনই ছিল পেশাদার হিসেবে সানিয়ার প্রথম গ্র্যান্ড স্ল্যাম। ২০০৫ সালে অষ্টাদশী সানিয়া তৃতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন সেরেনা উইলিয়ামসের। সেটাই সেরা স্মৃতি। সেবার সেরেনা চ্যাম্পিয়নও হন। মেলবোর্নের বেশ কিছু স্মরণীয় অভিজ্ঞতা রয়েছে, সর্বশেষ সংযোজন পুত্র ইজহানের সামনে কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলতে পারা। সানিয়ার কথায়, এখানেই শুরু করেছিলাম, গ্র্যান্ড স্ল্যাম কেরিয়ার সেখানেই শেষ করার চেয়ে ভালো কিছু হতে পারে না। আগামী মাসে দুবাইয়ে ডব্লুটিএ ১০০০ ইভেন্ট খেলেই পেশাদার টেনিসকে গুডবাই জানাবেন ভারতীয় টেনিস-সুন্দরী।

English summary
Sania Mirza-Rohan Bopanna Lose Their Mixed Doubles Final Match In Australian Open. Luisa Stefani And Rafael Matos Beat The Indian Pair By 7-6 (2), 6-2 To Clinch The Title.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X