For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সানিয়া মির্জার আক্ষেপ অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিতেই! কোন ভুল করে ফেলেছেন?

Google Oneindia Bengali News

অবসরের সিদ্ধান্ত নিয়ে স্বস্তিতে নেই সানিয়া মির্জা। অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায়ের পর তাঁর কথায় তেমনই ইঙ্গিতই মিলেছে। তাঁর খেলার থেকে যাবতীয় ফোকাস যেভাবে তাঁর অবসরের সিদ্ধান্তের দিকে ঘুরে গিয়েছে তা মোটেই ভালোভাবে নিচ্ছেন না সানিয়া। এদিনই মিক্সড ডাবলস কোয়ার্টার ফাইনালে সানিয়া মির্জা ও রাজীব রামের জুটি হেরে গিয়েছে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষের কাছে।

সানিয়া মির্জার আক্ষেপ অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিতেই! কোন ভুলের জন্য আক্ষেপ?

বছর ৩৫-এর সানিয়া গত সপ্তাহেই ঘোষণা করেছিলেন, চলতি মরশুমের শেষেই তিনি তাঁর বর্ণময় কেরিয়ারে যবনিকা টানবেন। শরীরও আর পেশাদার টেনিস খেলার ধকল নিতে পারছে না। ফলে অবসর নিয়ে সংসারেই মনোনিবেশ করতে চান ভারতীয় টেনিস সেনসেশন। সানিয়া মির্জা তাঁর কেরিয়ারে চারটি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন। এবারও রাজীব রামকে সঙ্গী করে মিক্সড ডাবলস খেতাবের দিকে এগোচ্ছিলেন। কিন্তু তাঁদের চেয়ে ক্রমতালিকায় অনেক পিছিয়ে থাকা দুই অস্ট্রেলীয় জেসন কুবলার ও জেমি ফোরলিসের কাছে অবাক হারের সাক্ষী থাকতে হয়েছে সানিয়া-রামকে।

মহিলাদের ডাবলসে প্রথম রাউন্ড থেকেই ছিটকে যাওয়ার পর অবসরের ঘোষণা করেছিলেন। ফলে আজ মিক্সড ডাবলস থেকে বিদায় নিতেই কেরিয়ারে শেষবার অস্ট্রেলিয়ান ওপেন খেলে ফেললেন সানিয়া। অবশ্যই যদি না তিনি অবসরের সিদ্ধান্ত থেকে পরে সরে আসেন। ২০১৯ সালে পুত্র ইজহানের জন্মের পর করোনা অতিমারির জেরে সানিয়ার কোর্টে ফেরার প্রক্রিয়া থমকে গিয়েছিল। টি ২০ বিশ্বকাপ চলাকালীন শোয়েব মালিক-সহ পাকিস্তান দলের ড্রেসিংরুমে থেকে পাক দলকে সমর্থন করায় সোশ্যাল মিডিয়ায় কটাক্ষেও বিদ্ধ হয়েছিলেন সানিয়া।

এখনও বাকি রয়েছে ফরাসি ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন। মিক্সড ডাবলস থেকে বিদায়ের পর সানিয়া অস্ট্রেলিয়ান ওপেন সম্প্রচারকারী চ্যানেলকে বলেছেন, মনে হচ্ছে অবসরের সিদ্ধান্তটা অনেক আগেই নিয়ে ফেলেছি। সত্যি কথা বলতে কি, এ জন্য আক্ষেপই হচ্ছে। কারণ, এই অবসরের সিদ্ধান্ত নিয়েই এখন বারবার আমাকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। আমি টেনিস খেলছি জেতার লক্ষ্য নিয়েই। যতদিন খেলব সেই লক্ষ্যে পরিবর্তন আসবে না। অবসরের পর কী হবে তা এখন আমার মাথায় নেই। আমি টেনিস উপভোগ করছি। হারি বা জিতি আমার খেলার জন্যই সকলে আমাকে মনে রাখবেন। চলতি বছর খেলার জন্য নিজে যে ১০০ শতাংশ প্রস্তুত সে দাবিও করেছেন সানিয়া। বছরের শেষের ভাবনা দূরে রেখে আপাতত প্রতিটি ম্যাচ জেতার লক্ষ্যেই তিনি কোর্টে নামবেন বলে জানিয়েছেন সানিয়া।

English summary
Sania Mirza Hinted She Was Unhappy With All The Focus Being On Her Impending Retirement. Sania Lost The Mixed Doubles Quarter-Final At Australian Open Today.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X