For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Sania Mirza: সানিয়া মির্জা পেশাদার টেনিসকে বিদায় জানাচ্ছেন, কবে খেলবেন শেষ টুর্নামেন্ট?

Google Oneindia Bengali News

সানিয়া মির্জা চলতি বছরেই পেশাদার টেনিসকে বিদায় জানাচ্ছেন। এক সাক্ষাৎকারে অবসর এবং অবসর-পরবর্তী পরিকল্পনার কথা জানিয়েছেন ভারতের টেনিস-সুন্দরী। আগামী মাসে দুবাইয়ে শেষবার তিনি কোর্টে নামছেন। অবসরের পর মনোনিবেশ করবেন নিজের টেনিস আকাদেমিতে।

অবসর নিচ্ছেন সানিয়া

অবসর নিচ্ছেন সানিয়া

সানিয়া গত বছরই অবসর নেবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু চোটের কারণে ছিটকে যাওয়ায় তাঁর পরিকল্পনা বদলাতে বাধ্য হন। ডব্লুটিএটেনিস.কম ( wtatennis.com)-কে দেওয়া সাক্ষাৎকারে সানিয়া বলেছেন, ডব্লুটিএ ফাইনালসের পরই অবসর নেব বলে ভেবেছিলাম। তাতে খেলারও লক্ষ্য ছিল। কিন্তু ইউএস ওপেনের আগে কনুইয়ের টেন্ডন ছেঁড়ার কারণে খেলা থেকে সরে থাকতে হয়। আমি নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পছন্দ করি। চোট সারিয়ে তাই অনুশীলন শুরু করেছি। দুবাই ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপ খেলেই অবসরের পরিকল্পনা রয়েছে।

অস্ট্রেলিয়ান ওপেন খেলবেন

অস্ট্রেলিয়ান ওপেন খেলবেন

সানিয়া মির্জা তার আগে অস্ট্রেলিয়ান ওপেনেও খেলবেন। ডাবলসে তিনি জুটি বাঁধছেন কাজাখস্তানের আনা দানিলিনার সঙ্গে। ১৬ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। অস্ট্রেলিয়ান ওপেনে তিনি ডাবলস ও মিক্সড ডাবলস খেতাব জিতেছেন। ২০১৬ সালে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে জুটি বেঁধে ডাবলস চ্যাম্পিয়ন হন। তার আগে ২০০৯ সালে মিক্স়ড ডাবলস খেতাব জিতেছিলেন মহেশ ভূপতির সঙ্গে জুটি বেঁধে। গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে তিনি নাদিয়া কিচেনকের সঙ্গে জুটি বেঁধে কোর্টে নেমেছিলেন, কিন্তু প্রথম রাউন্ড থেকেই ছিটকে যান। মিক্সড ডাবলসে রাজীব রামকে নিয়ে পৌঁছেছিলেন কোয়ার্টার ফাইনাল অবধি।

বর্ণময় কেরিয়ার

বর্ণময় কেরিয়ার

ভারতে টেনিসকে জনপ্রিয় করার পিছনে সানিয়া মির্জার অবদান অনস্বীকার্য। তবে তিনি সিঙ্গলসে উল্লেখযোগ্য সাফল্য পাননি। ডাবলস বা মিক্সড ডাবলসে সফল হয়েছেন। বিশ্বের ১ নম্বর ডাবলস প্লেয়ার হয়েছেন। সিঙ্গলসে বিশ্বের ২৭ নম্বরের বেশি এগোতে পারেননি। ২০০৫ সালে ইউএস ওপেনের চতুর্থ রাউন্ড অবধি পৌঁছেছিলেন, তারপর থেকে ভারতের কেউ কোনও মেজরের দ্বিতীয় সপ্তাহে কোর্টে নামতে পারেননি। সানিয়ার দখলে রয়েছে ৬টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব। ২০১৬-র অস্ট্রেলিয়ান ওপেন এবং ২০১৫ সালের উইম্বলডন ও ইউএস ওপেনের ডাবলসে চ্যাম্পিয়ন হন। ২০০৯ সালে অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস খেতাব জেতার পাশাপাশি ২০১২ সালে ফরাসি ওপেন ও ২০১৪ সালে ইউএস ওপেনের মিক্সড ডাবলস খেতাব জেতেন।

শেষবার দুবাইয়ের কোর্টে

শেষবার দুবাইয়ের কোর্টে

কনুইয়ের চোটের পাশাপাশি সানিয়াকে কাফ মাসলের সমস্যাও ভোগাচ্ছিল। ৩৬ বছরের সানিয়া মনে করছেন অবসরের এটাই সেরা সময়। সানিয়ার হায়দরাবাদ ও দুবাইয়ে দুটি আকাদেমি রয়েছে। টেনিসকে গুডবাই জানানোর পর সেখানে আরও বেশি করে সময় দেবেন। শিক্ষার্থীদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেবেন। দুবাইয়ে সানিয়া যে শেষ টুর্নামেন্টটি খেলবেন সেটি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি।

English summary
Sania Mirza Announces Her Retirement As Well As Post-Retirement Plans. She Is Planning To Call Time On Her Illustrious Career At The WTA 1000 Event In Dubai Next Month.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X