For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবসর ভেঙে আগামী বছর কি টেনিস কোর্টে আবির্ভূত হতে চলেছেন রাজার ফেডেরার?

অবসর ভেঙে আগামী বছর কি টেনিস কোর্টে আবির্ভূত হতে চলেছেন রাজার ফেডেরার?

Google Oneindia Bengali News

লন্ডনকে বিদায় জানানোর আগে টেনিস প্রেমীদের মনে কৌতুহলের সঞ্চার করে গেলেন কিংবদন্তি রজার ফেডেরার, একই সঙ্গে তাঁর কোটি কোটি অনুগামীকে কিছুটা খুশির খবরের আগাম পূর্বাভাষও হয়তো দিয়ে গেলেন।

অবসর ভেঙে আগামী বছর কি টেনিস কোর্টে আবির্ভূত হতে চলেছেন রাজার ফেডেরার?

টেনিসের 'রাজা' রজার আবার কোর্টে ফেরার ইঙ্গিত দিলেন। আগামী বছর লেভার কাপ হতে চলেছে ভানকোভারে। রজার ফেডেরার লন্ডনকে বিদায় জানানোর মুহূর্তে বললেন, "আগামী বছর পুরোপুরি অন্য রকম হতে চলেছে।"

২০২২ লেভার কাপের পরই অবসর গ্রহণ করেছেন রজার ফেডেরার। কেরিয়ারের শেষ ম্যাচটি তিনি খেলেছেন জুটি বেঁধে সব থেকে বড় বন্ধু এবং সব থেকে বড় প্রতিপক্ষ রাফায়েল নাদালের সঙ্গে। ফেডেরারের শেষ ম্যাচে রাফা-রজার জুটি যদিও পরাজিত হয়েছে। প্রিয় বন্ধুর বিদায় ম্যাচ জিততে না পারায় চোখের জল সামলাতে পারেননি রাফায়েল নাদাল। রজার যখন বাচ্চার মতো কাঁদছিলেন আমেরিকান জুটির কাছে হেরে তখন রাফায়েল নাদালের চোখ বেয়েও নেমে আসছিল অশ্রু ধারা।

লেভার কাপের শেষ দিন রজার ফেডেরার বলেছেন, "আগামী বছর ভানকুভারে আসার জন্য মুখিয়ে রয়েছি। আমার মনে এই প্রতিযোগীতাকে ঘিরে ওই শহর সেজে উঠবে। আমি আশা করি আবারও শক্তিশালী দল হবে আমাদের।" অবিশ্বাস্য হারের সাক্ষী থাকতে হয়েছে টিম ইউরোপকে। টিম ওয়ার্ল্ডের বিরুদ্ধে ১৩-৮ ব্যবধানে পরাজিত হয় টিম ইউরোপ। যেই দলে রজার ফেডেরার, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচের মতো ত্রয়ী এবং সঙ্গে অ্যান্ডি মারে থাকে সেই দল এই ভাবে হারতে পারে তা কার্যত অবিশ্বাস্য। রজার ফেডেরার বলেছেন, "আমি বিভিন্ন ধরনের লেভার কাপের সাক্ষী। প্রথম বার বিজয়ী দলে ছিলাম, এই বার রয়েছি পরাজিত দলে। এক বার আমি চোট পেয়ে ছিটকে গিয়েছিলাম (গত বছর)। আমার মনে হয় লেভার কাপকে বিভিন্ন রকম ভাবে আমি উপভোগ করেছি। আগামী বছর পুরোপুরি আলাদা হতে চলেছে। এর জন্য আমি মুখিয়ে রয়েছি এবং আশা করি আসাধরণ হতে চলেছে আগামী বছরের লেভার কাপ।"

ফেডেরার কি ভাবছেন জর্ন বর্গের পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার কথা? অনেক সমর্থকের মনেই এই প্রশ্নের উদ্ভব হয়েছিল। তবে, সেই সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন ফেডেরার। উত্তরে সরাসরি তিনি বলেন, "জর্ন দারুণ কাজ করছে। থমাসও (টিম ইউরোপের সহ অধিনায়ক) তাই, বিভিন্ন রকম ভাবে ওকে সহযোগীতা করছে। দারুণ মজা হয়েছে। কে বলতে পারে? হয়তো কোনও এক দিন, তবে এখনই নয়। "

English summary
Is Roger Federer thinking to make a comeback in Professional Tennis next year, give hints. Roger took retirement after completion of Laver Cup 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X