For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফেডেরার শেষ ম্যাচে জুটি বাঁধলেন নাদালের সঙ্গে! লেভার কাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ কীভাবে দেখবেন?

  • |
Google Oneindia Bengali News

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই আসবে সেই মুহূর্ত। আন্তর্জাতিক টেনিসে শেষ ম্য়াচটি খেলতে নামবেন রজার ফেডেরার। আগেই তিনি জানিয়ে দিয়েছেন লেভার কাপের পরই আন্তর্জাতিক টেনিসকে আলবিদা জানাচ্ছেন। রাফায়েল নাদালের সঙ্গে জুটি বেঁধে শেষ ম্যাচ খেলতে নামার আগে রজার নিজেও বেশ আবেগপ্রবণ।

ফেডেরার শুক্র-রাতেই শেষ ম্যাচে

ফেডেরার শুক্র-রাতেই শেষ ম্যাচে

লন্ডনের ও২ অ্যারেনায় লেভার কাপের ডাবলস ম্যাচটিকে ঘিরেই এখন যাবতীয় আকর্ষণ। জ্যাক সক ও ফ্রান্সেস তিয়াফো জুটির বিরুদ্ধে কোর্টে নামবেন রজার-রাফা। ফেডেরার এই জুটির নাম দিয়েছেন ফেডেল। রজার ফেডেরার ও রাফায়েল নাদাল কোর্টে নামবেন ভারতীয় সময় মধ্যরাতের পর। রাত ১টা নাগাদ খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে।

ডাবলস খেলে অবসরে

ডাবলস খেলে অবসরে

লেভার কাপের খেলাগুলি হয় টিম ইউরোপ ও বিশ্বের অন্যান্য দেশের তারকাদের মধ্যে। টিম ইউরোপে বিয়ন বর্গ ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন থমাস এনকভিস্ট। এই দলে রয়েছেন নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল, স্তেফানোস সিটসিপাস, ক্যাসপার রুড, রজার ফেডেরার, অ্যান্ডি মারে, মাত্তেও বেরেত্তিনি রয়েছেন বিকল্প খেলোয়াড় হিসেবে। ফেডেরার তিন দিনের টুর্নামেন্টের প্রথম দিনেই খেলবেন। বাকি দুই দিন তাঁর জায়গায় থাকবেন বেরেত্তিনি।

ফেডেল জুটি

ফেডেল জুটি

২০টি সিঙ্গলস গ্র্যান্ড স্ল্যামজয়ী ফেডেরার হাঁটুর সমস্যায় ভুগছিলেন। ২০২১ সালের উইম্বলডনে কোয়ার্টার ফাইনালে পরাস্ত হওয়ার পর থেকে আর খেলেননি কোনও ইভেন্টে। গত সপ্তাহেই তিনি অবসর ঘোষণা করেন। প্রায় দুই দশক ধরে ফেডেরারের সঙ্গে নাদালের দ্বৈরথ টেনিসপ্রেমীদের আকৃষ্ট করেছিল। সেই স্প্যানিয়ার্ডের সঙ্গেই শেষ ম্যাচে নামবেন সুইস কিংবদন্তি। ফেডেরার সাংবাদিক বৈঠকে বলেছেন, রাফার সঙ্গে খেলতে নামাটা সুপার স্পেশ্যাল। রাফা বা নোভাকের সঙ্গে কোর্টে খেলার অসাধারণ অনুভূতি রয়েছে আমার। তাঁদের সঙ্গে আরও একবার কোর্টে কাটাতে পেরে ভালো লাগছে। আমি নিজের সেরাটাই দেব। তবে সেটা যে খুব সহজ হবে না সেটাও উপলব্ধি করছেন। ২০০৪ সালে ফেডেরারের বিরুদ্ধে প্রথম খেলেছিলেন নাদাল। তিনিও জানিয়েছেন এই ম্যাচটি চিরস্মরণীয় হয়ে থাকবে।

কোথায় দেখা যাবে?

কোথায় দেখা যাবে?

টিম ওয়ার্ল্ডের ক্যাপ্টেন জন ম্যাকেনরো বলেন, ফেডেরারের অবসরে যে শূন্যতা তৈরি হবে তা ভরাট হওয়ার নয়। ফেডেরারকে নিয়ে আবেগঘন টুইট করেছেন পিট সাম্প্রাস থেকে শুরু করে নোভাক জকোভিচের মতো কিংবদন্তিরা। ফেডেরার নিজেও কখনও পোস্ট করেছেন টেবিল টেনিস খেলার ছবি, কখনও বা নাদাল, জকোভিচ, মারেকে নিয়ে লন্ডনে কাটানো কিছু মুহূর্তের ছবি। পেশাদার টেনিসে ফেডেরারের বিদায়ী ম্যাচটি কোথায় দেখা যাবে তা নিয়েও কৌতূহল রয়েছে টেনিসপ্রেমীদের মধ্যে। খেলাটি ভারতে দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। অনলাইনে খেলাটি দেখার জন্য চোখ রাখতে হবে সোনিলিভ (SonyLIV)-এ।

English summary
Roger Federer Will Play Laver Cup Doubles Match With Rafael Nadal. This Is His Last International Match, Know How And When To Watch It On TV.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X