
উইম্বলডন থেকে ছিটকে গেলেন মেদভেদেভ, সেমিতে সাবালেঙ্কা-কারবার
উইম্বলডন থেকে ছিটকে গেলেন ড্যানিল মেদভেদেভ। টুর্নামেন্টের শেষ রাউন্ডের লড়াইয়ে পোল্যান্ডের হাবের্ত হুরকাকজের কাছে হেরে গেলেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা। হাড্ডাহাড্ডি লড়াই শেষে রাশিয়ান তারকার ব্যর্থতায় হতাশ হয়েছেন টেনিস প্রেমীরা। মহিলাদের বিভাগে উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছলেন বেলারুশের আরিনা সাবালেঙ্কা। টুর্নামেন্টের শেষ চারে পৌঁছেছেন অ্যাঞ্জেলিক কারবার।

উইম্বলডনের শেষ রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে পোল্যান্ডের হাবের্ত হুরকাকজের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন ড্যানিল মেদভেদেভষ। সোমবারই ম্যাচ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু অল ইংল্যান্ড টেনিস ক্লাবের দুই নম্বর কোর্টে ২ ঘণ্টা ২৫ মিনিট ধরে ম্যাচ চলার পর তা বৃষ্টিতে স্থগিত হয়ে যায়। আগের দিন যেখানে মোকাবিলা থমকে গিয়েছিল, মঙ্গলবার সেন্টার কোর্টে সেখান থেকেই ওই ম্যাচ শুরু হয়। সেই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন রাশিয়ার তারকা।
তবে ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ম্যাচের প্রথম সেট ৬-২ ফলাফলে জিতে যান ড্যানিল মেদভেদেভ। দ্বিতীয় সেটে প্রত্যাবর্তন ঘটে পোল্যান্ড তারকার। ৭-৬(৭-২) ফলাফলে টাইব্রেকারে মোকাবিলা জেতেন হুরকাকজ। তৃতীয় সেট ৬-৩ ফলাফলে জেতেন মদভেদেভ। তবে শেষ দুটি সেটে আর দাঁত ফোটাতে পারেননি বিশ্বের দুই নম্বর টেনিস তারকা। ৬-৩, ৬-৩ ফলাফলে শেষ দুটি মোকাবিলা জিতে নেন হুরকাকজ। কোয়ার্টার ফাইনালে রজার ফেডেরারের বিরুদ্ধে তাঁকে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে।
Get low and unleash - it's what @AngeliqueKerber does best 👌#Wimbledon pic.twitter.com/Fm8Mgn92dC
— Wimbledon (@Wimbledon) July 6, 2021
মহিলাদের বিভাগে উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছেছেন বেলারুশের আরিনা সাবালেঙ্কা। টিউনিসিয়ার ওনস জাবিরকে ৬-৪, ৬-৩ ফলাফলে হারিয়ে দিয়েছেন বিশ্বের দুই নম্বর মহিলা টেনিস তারকা। প্রতিযোগিতার অন্য কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রের কারোলিনা মুচোভাকে ৬-২, ৬-৩ ফলাফলে হারিয়ে উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছেছেন জার্মানির অ্যাঞ্জেলিক কারবার। টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছেছেন চেক প্রজাতন্ত্রের কারোলিনা প্লিসকোভা।