পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ে কষ্টার্জিত জয়, সেমিফাইনালে ফেডেরার
অস্ট্রেলিয়ান ওপেনে আরও একধাপ এগোলেন রজার ফেডারার। কেরিয়ারের ২১ তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের লক্ষ্য নিয়ে এদিন ২০২০-র অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালের গাঁট পার করলেন ফেডেক্স। কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার মার্কিন টেনিস তারকা টেনিস স্যান্ডগ্রিনকে হারালেন। সেমিফাইনালে যেতে ফেডেরারকে এদিন অবশ্য বেশ লড়াই করেই ম্যাচ জিততে হয়েছে। পাঁচ সেটের লড়াইয়ের শেষে জয় পেলেন ফেডারার। ৩৮ বছরের সুইস টেনিস কিংবদন্তি ম্যাচ জিতলেন ৬-৩, ২-৬, ২-৬, ৭-৬,৬-৩ ব্যবধানে।

ম্যাচে এদিন একসময় ভক্তদের রক্তচাপ বাড়িয়ে দিয়েছিলেন ফেডেক্স। দ্বিতীয় ও তৃতীয় সেটে পরপর হেরে বসেন ফেডেরার। প্রথম সেটের লড়াইয় ৬-৩ ব্যবধানে শুরুটা ভালে করলেও দ্বিতীয় সেটে বিশ্বের তিন নম্বর পুরুষ টেনিস খেলোয়াড় ধরাশায়ী হন। রজার দ্বিতীয় সেট হারেন ২-৬ ব্যবধানে। তৃতীয় সেটেও মার্কিন স্যান্ডগ্রিনের বিরুদ্ধে একই ব্যবধানে ফেডেক্স সেট হেরে বসেন। সবাই যখন ধরে নিয়েছে রজারের কেরিয়ারে সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয়ের স্বপ্নভঙ্গ শুধু সময়ের অপেক্ষা, তখন চতুর্থ সেটে প্রত্যাঘাত। কোনও রকমে লডা়ই জেতেন।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">⛷or 🎾?<a href="https://twitter.com/rogerfederer?ref_src=twsrc%5Etfw">@rogerfederer</a> might need to rethink his priorities 😂<a href="https://twitter.com/hashtag/AO2020?src=hash&ref_src=twsrc%5Etfw">#AO2020</a> | <a href="https://twitter.com/hashtag/AusOpen?src=hash&ref_src=twsrc%5Etfw">#AusOpen</a> <a href="https://t.co/MnKdiI4eH0">pic.twitter.com/MnKdiI4eH0</a></p>— #AusOpen (@AustralianOpen) <a href="https://twitter.com/AustralianOpen/status/1222067877911592960?ref_src=twsrc%5Etfw">January 28, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>স্যান্ডগ্রিনের সঙ্গে চতুর্থ সেটের হাড্ডহাড্ডি লড়াই শেষ হয় হয় ৭-৬ ব্য়বধানে। শেষ সেটে ফেডেক্স ৬-৩ ব্যাবধানে জয় পান। ৭ ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে কোনও ঘাম ঝরিয়ে এদিন কোয়ার্টারের গাঁট পার করলেন।টুর্নামেন্টের সেমিফাইনালের লড়াইয়ে মিলোস রাওনিক বনাম নোভাক জকোভিচের মধ্য়ে জয়ী প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ খেলবেন ফেডেক্স।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Your first <a href="https://twitter.com/hashtag/AO2020?src=hash&ref_src=twsrc%5Etfw">#AO2020</a> men's singles semifinalist, <a href="https://twitter.com/rogerfederer?ref_src=twsrc%5Etfw">@rogerfederer</a>! <a href="https://twitter.com/hashtag/AusOpen?src=hash&ref_src=twsrc%5Etfw">#AusOpen</a> <a href="https://t.co/gw9ZAZat1Y">pic.twitter.com/gw9ZAZat1Y</a></p>— #AusOpen (@AustralianOpen) <a href="https://twitter.com/AustralianOpen/status/1222064076655693824?ref_src=twsrc%5Etfw">January 28, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>