For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দোহায় হারের পর ফেডেরারের কোর্টে নামা নিয়ে ধোঁয়াশা

Google Oneindia Bengali News

কোর্টে ফিরেই খেতাব জয় থেকে দূরে থামতে হয়েছে। গতকাল দোহায় কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছেন। এরপর তিনি ফের কবে প্রতিযোগিতামূলক টেনিসে নামবেন তা স্পষ্ট নয়।

দুবাই ওপেনে নেই

দুবাই ওপেনে নেই

দোহায় হারের পরই বিশ্বের ছয় নম্বর টেনিস তারকা রজার ফেডেরার জানিয়ে দিয়েছেন, তিনি দুবাই ওপেনে খেলবেন না। দুবাই ওপেনে আটবার চ্যাম্পিয়ন হয়েছেন। তবে এবার তিনি না নামার সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন টুইটারে।

ছবি- টুইটার

আগেই সরে দাঁড়িয়েছেন নাদাল

আগেই সরে দাঁড়িয়েছেন নাদাল

রজার ফেডেরার ও রাফায়েল নাদাল দুজনেরই দখলে ২০টি গ্র্যান্ড স্লাম খেতাব। তাঁদের দিকে ক্রমেই ধেয়ে আসছেন নোভাক জকেভিচ। তিনি অস্ট্রেলীয় খেতাব ফের জিতে মোট গ্র্যান্ড স্লাম খেতাবের সংখ্যা বাড়িয়ে নিয়ে গিয়েছেন ১৮টিতে। এ বছরের উইম্বলডনের দিকে তাই সকলের নজর থাকবে। ফেডেরার গত বছর পায়ে দুবারের অস্ত্রোপচারের পর এটিপি ট্যুরে নেমেছিলেন দোহায়। কিন্তু কোয়ার্টার ফাইনালেই বিদায় নেন। দুবাই ওপেন ১৪ মার্চ থেকে শুরু। ফেডেরারের আগে নাদালও জানিয়ে দিয়েছেন তিনি দুবাই ওপেন খেলবেন না।

নিজের খেলায় খুশি

নিজের খেলায় খুশি

রজার ফেডেরার টুইটে লিখেছেন, এটিপি ট্যুরে ফিরতে পেরে খুব ভালো লাগছে। দোহায় প্রতিটি মিনিটে খেলা উপভোগ করেছি। যাঁদের জন্য তিনি কোর্টে ফিরতে পেরেছেন তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করে ফেডেরার লিখেছেন, অনুশীলনে জোর দিতে চাই। সে জন্য দুবাই ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছি। আগে মিয়ামি ওপেন থেকেও নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিলেন ফেডেরার। মিয়ামি ওপেন শুরু ২২ মার্চ থেকে।

নজরে উইম্বলডন

নজরে উইম্বলডন

দোহায় কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালে জর্জিয়ার নিকোলোজ বাসিলাশভিলির কাছে ৩-৬, ৬-১, ৭-৫ সেটে পরাস্ত হন ফেডেরার। যদিও পরাজয়ের পর তিনি বলেছিলেন, পরপর দুই দিন যেভাবে খেলেছি, এমনকী কোয়ার্টার ফাইনালেও, তাতে নিজের খেলায় আমি খুশি। এটিপি ট্যুরে ফিরতে পেরেও খুশি। দোহায় যেভাবে পজিটিভ প্রত্যাবর্তন হয়েছে তাতে আমি সন্তুষ্ট। উল্লেখ্য, এ বছরের অস্ট্রেলীয় ওপেনে খেলেননি ফেডেরার। কাতার ওপেন শুরুর আগে বলেছিলেন, উইম্বলডনে ১০০ শতাংশ ফিট হিসেবেই নামব। তার আগে কয়েকটা টুর্নামেন্টে নিজে কোথায় দাঁড়িয়ে আছি সেটা বুঝে নিতে চাই। যদিও কাতার ওপেনের পর কয়েকটি টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়ে ফের অনুশীলনেই নিমগ্ন থাকার সিদ্ধান্ত নিলেন ফেডেরার।

English summary
Roger Federer Pulled Himself Out Of Dubai Open. He was Stunned By Georgia's Niokoloz Basilashvili In Doha.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X