For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৮ বারে প্রথম, উইম্বলডনের আগে হল ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছতে ব্যর্থ ফেডেরার

১৮ বারে প্রথম, উইম্বলডনের আগে হল ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছতে ব্যর্থ ফেডেরার

  • |
Google Oneindia Bengali News

উইম্বলডনের কথা মাথায় রেখে পুরনো চোটের আতঙ্কে ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ড থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন রজার ফেডেরার। পছন্দের ঘাসের কোর্টে ফুল ফোটানোর লক্ষ্যের প্রতিবারের মতো এবারও প্রস্তুতির মঞ্চ হিসেবে জার্মানির হল ওপেনকে বেছে নিয়েছিলেন ২০টি গ্র্যান্ডস্ল্যামজয়ী তারকা। কিন্তু সেখানেও ধাক্কা খেতে হল কিংবদন্তিকে। টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালেই হেরে গেলেন রজার। হল ওপেনে ফেডেরারের অংশ নেওয়া মোট ১৮ বারের মধ্যে প্রথমই ঘটল এমন ঘটনা।

১৮ বারে প্রথম, উইম্বলডনের আগে হল ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছতে ব্যর্থ ফেডেরার

বুধবার হল ওপেনের শেষ ১৬ রাউন্ডের লড়াইয়ে কানাডার ফেলিক্স আগুয়েরের বিরুদ্ধে খেলতে নেমেছিলেন রজার। ম্যাচের প্রথম সেট জিতেও যান কিংবদন্তি। ৬-৪ ফলাফলে ওই মোকাবিলা শেষ হয়। তবে শেষ দুই সেটে দুর্দান্তভাবে ফিরে আসেন ফেডেরার প্রতিপক্ষ। দ্বিতীয় সেট ৬-৩ ও তৃতীয় সেট ৬-২ গেমে জিতে ম্যাচে কব্জা করেন কানাডার ফেলিক্স আগুয়েরের।

সদ্য শেষ হওয়া ফরাসি ওপেনে বেশ ভালই ছন্দে ছিলেন রজার ফেডেরার। জার্মানির ডমিনিক কোয়েফারের বিরুদ্ধে তৃতীয় রাউন্ডের ম্যাচে লড়াকু জয় হাসিল করেছিলেন সুইস তারকা। তারপরেই ওই টুর্নামেন্ট থেকে তিনি নিজেকে সরিয়ে নিয়েছিলেন। পুরনো হাঁটুর ব্যাথা বেড়ে যাওয়ার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলেন রজার।

ইতিমধ্যে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হন নোভাক জকোভিচ। অন্যদিকে হল ওপেন খেলতে জার্মানি পৌঁছন রজার ফেডেরার। উইম্বলডনকে মাথায় রেখে কার্যত প্রতি বছরই সেখানে ম্যাচ প্র্যাকটিস সারেন। মোট ১৮ বার এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন রজার। ১৭ বার অন্তত টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিলেন কিংবদন্তি। কিন্তু এবার সেসুখেও বঞ্চিত হওয়ায় হতাশই হয়েছেন ফেডেরারের ফ্যানরা। আশা করেছেন, উইম্বলডনে অন্তত ঘুরে দাঁড়াবেন লিজেন্ড।

English summary
Roger Federer lost at the pre quarter final of Halle Open 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X