For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেনিস থেকে অবসরের কথা ঘোষণা করে দিলেন রজার ফেডেরার, শেষ বার দেখা যাবে এই প্রতিযোগীতায়

টেনিস থেকে অবসরের কথা ঘোষণা করে দিলেন রজার ফেডেরার, শেষ বার দেখা যাবে এই প্রতিযোগীতায়

Google Oneindia Bengali News

টেনিস সার্কিটকে বিদায় জানানোর কথা ঘোষণা করে দিলেন কিংবদন্তি রজার ফেডেরার। সুইস কিংবদন্তি জানিয়ে দিলেন শেষ বারের জন্য তিনি কোর্টে নামতে চলেছেন লেভার কাপে। তার পরই আন্তর্জাতিক টেনিসকে বিদায় জানাবেন তিনি। রজার ফেডেরারের অবসরের সঙ্গে সমাপ্তি ঘটবে এক অধ্যায়ের, যেই অধ্যায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে টেনিসের ইতিহাসে।

অবসরের ঘোষণা করলেন রজার ফেডেরার:

অবসরের ঘোষণা করলেন রজার ফেডেরার:

বৃহস্পতিবার হঠাৎই নিজের অবসরের কথা ঘোষণা করেন রজার। ভারতীয় সময় সন্ধ্যায় এবং সুইৎজারল্যান্ডের সময় অনুযায়ী বিকেলে অবসরের ঘোষণা করেন টেনিসের ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা নক্ষত্র। সুইস কিংবদন্তি জানিয়ে দিলেন শেষ বারের জন্য তিনি কোর্টে নামতে চলেছেন লেভার কাপে। তার পরই তিনি চিরতরে বিদায় জানাবেন টেনিসকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রজারের ঘোষণা:

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসরের কথা ঘোষণা করতে গিয়ে ফেডেরার লিখেছেন, "আপনাদের অধিকংশই জানেন বিগত তিন বছর আমাকে চোট আঘাত এবং অস্ত্রোপচার সংক্রান্ত বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে। আমি অত্যন্ত কঠিন পরিশ্রম করে পেশাদার টেনিসে ফিরতে চেয়েছিলাম কিন্তু আমি জানি আমার শরীর কতটা নিতে পারে এবং তার সীমাবদ্ধতা। আমার শরীর আমায় বার্তান দেয়, প্রিয় আমার এখন ৪১ বছর বয়স। শেষ ২৪ বছরে আমি ১৫০০-এর বেশি ম্যাচ খেলেছি। আমি যা স্বপ্নেও ভাবিনি তার থেকেও অনেক বেশি কিছু আমায় দিয়েছে টেনিস। এখন সেই সময় যেখানে আমায় বুঝতে হবে কোথায় নিজের প্রতিদ্বন্দ্বীতামূলক কেরিয়ারে ইতি টানতে হয়।"

লেভার কাপ শেষ পেশাদার টুর্নামেন্ট হতে চলেছে:

লেভার কাপ শেষ পেশাদার টুর্নামেন্ট হতে চলেছে:

রজার নিজের অবসর বার্তায় আরও লিখেছেন, "আগামী সপ্তাহে লন্ডনে হতে চলা লেভার কাপ আমার শেষ এটিপি ইভেন্ট হতে চলেছে। আমি অবশ্যই ভবিষ্যতেও অনেক টেনিস খেলব, তবে শুধু গ্র্যান্ডস্ল্যাম বা ট্যুরে নয়। এটা আমার কাছে অম্লমধুর সিদ্ধান্ত কারণ আমি প্রচন্ড মিস করবো সেই অভিজ্ঞতাগুলো যা আমাকে প্রতিটা ট্যুর দিয়েছে। তবে, একই সঙ্গে অনেক কিছু রয়েছে সেলিব্রেট করার জন্য। আমি নিজেকে এই বিশ্বের অন্যতম ভাগ্যবান মানুষ মনে করি। টেনিস খেলার জন্য আমায় বিশেষ ক্ষমতা গুন দেওয়া হয়েছিল এবং আমি সেটা এমন পর্যায়ে করেছি যার কল্পনাও আমি কখনও করিনি।"

পরিবারকে ধন্যবাদ রজার ফেডেরারের:

অবসর ঘোষণার দিন নিজের পরিবারকে বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন রজার ফেডেরার। নিজের পরিবারকে ধন্যবাদ জানিয়ে ফেডেরার বলেছেন, "আমার অসাধরণ স্ত্রী মির্কাকে আমি বিশেষ ভাবে ধন্যবাদ জানাতে চাই, যে প্রতিটা মুহূর্ত আমার সঙ্গে কাটিয়েছে। ফাইনালের আগে ওই আমাকে উজ্জীবিত করত। আট মাসের বেশি সময় অন্তঃস্বত্ত্বা থাকাকালীনও বহু ম্যাচ ও দেখেছে। আমি আমার চার জন সন্তানকেও ধন্যবা জানাতে চাই আমায় সাপোর্ট করার জন্য। পরিবারতে স্ট্যান্ড থেকে উৎসাহিত করতে দেখার মুহূর্তগুলিতে আমি সারা জীবন মনের মধ্যে সামলে রাখব।"

আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এর জন্য একাধিক চমক রেখে ১৫-সদস্যের দল ঘোষণা করল পাকিস্তানআইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২২-এর জন্য একাধিক চমক রেখে ১৫-সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান

English summary
Roger Federer announces retirement from professional tennis after Laver Cup 2022. An era is on the edge of end.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X