একই দলে ফেডেরার-নাদাল, একে অপরকে দিলেন পরামর্শও, বিস্তারিত জানুন
ঘর্মাক্ত-ক্লান্ত কলেবরে ম্যাচের মাঝে রেস্ট চেয়ারে বসেছেন রাফায়েল নাদাল। পিছনে দাঁড়িয়ে তাঁকে পরামর্শ দিয়ে চলেছেন আর কেউ নন, তাঁর চির প্রতিদ্বন্দ্বী রজার ফেডেরার। কিছু পরে বিষয়টি উল্টো হতেও দেখেন দর্শকরা। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

লেভার কাপে একই দলে খেলছেন টেনিস লেজেন্ড রজার ফেডেরার ও রাফায়েল নাদাল। তাঁদের ইউরোপ দলের অধিনায়ক অন্য লেজেন্ড বিয়ব বর্গ। প্রতিযোগিতার সিঙ্গলসে যথাক্রমে নিক কাইরজিওস ও মিলোস রাওনিককে হারান ফেডেরার ও নাদাল। ম্যাচ দুটি চলাকালীন ফেডেরার ও নাদালকে দেখা যায় একে অপরকে পাশে দাঁড়িয়ে পরামর্শ দিতে।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">"Spin, slice... you know, like in the old days!" <a href="https://twitter.com/rogerfederer?ref_src=twsrc%5Etfw">@rogerfederer</a> pays a visit to <a href="https://twitter.com/RafaelNadal?ref_src=twsrc%5Etfw">@RafaelNadal</a> after he's broken, and his <a href="https://twitter.com/hashtag/TeamEurope?src=hash&ref_src=twsrc%5Etfw">#TeamEurope</a> teammate breaks right back. On serve in set two, 3-4 with Raonic serving.<a href="https://twitter.com/hashtag/LaverCup?src=hash&ref_src=twsrc%5Etfw">#LaverCup</a> <a href="https://t.co/pUSRCMcgmS">pic.twitter.com/pUSRCMcgmS</a></p>— Laver Cup (@LaverCup) <a href="https://twitter.com/LaverCup/status/1175483475400495104?ref_src=twsrc%5Etfw">September 21, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>বিশ্ব দলের মিলোস রাওনিককে ৬-৩, ৭-৬ (১) সেটের ফলে ম্যাচ হারান রাফায়েল নাদাল। প্রথম সেট অনায়াসে জেতেন স্পেনের বাঁ-হাতি লেজেন্ড। দ্বিতীয় সেটে নাদালকে কিছুটা লড়াই দেন তাঁর প্রতিপক্ষ। সেই সময় রেস্ট চেয়ারে বসে থাকা ক্লান্ত নাদালের পাশে দাঁড়িয়ে ফেডেরারকে পরামর্শ দিতে শোনা যায়। নাদালকে স্পিন-স্লাইস মারতে বলেন রজার।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">"I had goosebumps."<a href="https://twitter.com/rogerfederer?ref_src=twsrc%5Etfw">@rogerfederer</a> discusses his win over Nick Kyrgios, the crowd's impact on the match and how Rafa's coaching helped him on court.<a href="https://twitter.com/hashtag/LaverCup?src=hash&ref_src=twsrc%5Etfw">#LaverCup</a> <a href="https://t.co/VxkqaN7R2U">pic.twitter.com/VxkqaN7R2U</a></p>— Laver Cup (@LaverCup) <a href="https://twitter.com/LaverCup/status/1175444984553717760?ref_src=twsrc%5Etfw">September 21, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>অন্যদিকে নিক কিরগিওসের বিরুদ্ধে প্রথম সেট ৬-৭ (৫) পয়েন্টে হেরে যান রজার ফেডেরার। দ্বিতীয় সেট ৭-৫ গেমে জেতেন সুইশ তারকা। তৃতীয় গেমে ফেডেরারকে ফের লড়াই দেন নিক। সেই সময় এগিয়ে এসে রজারকে পরামর্শ দিতে দেখা যায় রাফায়েল নাদালকে। এরপর ওই সেট ১০-৭ পয়েন্টে জেতেন সুইশ লেজেন্ড।