For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উইম্বলডেনের ফাইনালে ফেডেরার বনাম জকোভিচ, মুখোমুখি কে এগিয়ে

উইম্বলডেনের ফাইনালে ফেডেরার বনাম জকোভিচ, মুখোমুখি কে এগিয়ে

  • |
Google Oneindia Bengali News

একদিকে লন্ডনের ঐতিহাসিক লর্ডসে যখন বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড, ঠিক তখনই সেখান থেকে কিছুটা দূরে সেন্টার কোর্টে উইম্বলডন চ্যাম্পিয়ন হওয়ার জন্য একে অপরকে টক্কর দেবেন রজার ফেডেরার ও নোভাক জকোভিচ।

রজা-রাফার মতো না হলেও ফেডেরার ও জকোভিচ এই টুর্নামেন্টে যতবার মুখোমুখি হয়েছেন, ততবারই ইতিহাস রচনা হয়েছে। এবারও দুই মহারথীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় রয়েছে টেনিস মহল। দেখে নেওয়া যাক এই ম্যাচ সংক্রান্ত কিছু পরিসংখ্য়ান।

উইম্বলডনে মুখোমুখি ও ফলাফল

উইম্বলডনে মুখোমুখি ও ফলাফল

২০১২ সালের সেমিফাইনালে উইম্বলডনে প্রথম বার মুখোমুখি হয়েছিলেন দুই তারকা। সেবার জকোভিচকে হারিয়েছিলেন ফেডেরার। সেবার টুর্নামেন্টও জিতেছিলেন সুইশ তারকা।

২০১৪ সালের উইম্বলডন ফাইনালে ফের মুখোমুখি হয়েছিলেন দুই মহারথী। ৩ ঘণ্টা ৫৬ মিনিটের দীর্ঘ লড়াইয়ে ফেডেরারকে হারিয়ে খেতাব জিতেছিলেন জকোভিচ।

২০১৫-র উইম্বলডনের ফাইনালে আরও একবার মুখোমুখি হয়েছিলেন ফেডেরার ও জকোভিচ। সুইশ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেবারও কাপ হাতে তুলেছিলেন সার্বিয়ান তারকা।

অন্য গ্র্য়ান্ড স্ল্যাম

অন্য গ্র্য়ান্ড স্ল্যাম

অস্ট্রেলিয়ান ওপেনে চার বার মুখোমুখি হয়েছেন দুই তারকা। তার মধ্যে তিন বার জিতেছেন জকোভিচ এবং একবার জিতেছেন ফেডেরার।

ফ্রেঞ্চ ওপেনে দুই বারের সাক্ষাতে একবার করে জিতেছেন ফেডেরার ও জকোভিচ।

অস্ট্রেলিয়ান ওপেনে মোট ছয় বার মুখোমুখি হয়েছেন জকোভিচ ও ফেডেরার। তিন বার করে জিতেছেন প্রত্যেকে।

উইম্বলডন রেকর্ড

উইম্বলডন রেকর্ড

এবার নিয়ে মোট ১২ বার উইম্বলডন ফাইনাল খেলবেন রজার ফেডেরার। তার মধ্যে ৮ বার এই খেতাব জিতেছেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা। অন্যদিকে নোভাক জকোভিচ উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন চার বার।

মোট গ্র্যান্ড স্ল্যাম

মোট গ্র্যান্ড স্ল্যাম

মোট ২০টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন রজার ফেডেরার। অন্যদিকে নোভাক জকোভিচের দখলে রয়েছে ১৫টি গ্র্যান্ড স্ল্যাম।

English summary
Roger Federer and Novak Djokovic will face off at Wimbledon Final.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X