For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিটসিপাসকে হারিয়ে বার্সেলোনা ওপেন জয় নাদালের, এই নিয়ে ১২ বার

সিটসিপাসকে হারিয়ে বার্সেলোনা ওপেন জয় নাদালের, এই নিয়ে ১২ বার

  • |
Google Oneindia Bengali News

হাড্ডাহাড্ডি ফাইনালে গ্রিসের স্টেফানোস সিটসিপাসকে হারিয়ে বার্সেলোনা ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন রাফায়েল নাদাল। এই নিয়ে ১২তম বার এই খেতাব জিতলেন স্পেনের টেনিস তারকা। শেষ ১০ বারের মধ্যে সাত বার বার্সেলোনা ওপেন জিতলেন নাদাল। তবে এবারের ফাইনালটা অন্যান্য বারের থেকে কঠিন ছিল বলেও স্বীকার করেছেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই।

সিটসিপাসকে হারিয়ে বার্সেলোনা ওপেন জয় নাদালের, এই নিয়ে ১২ বার

স্টেফানোস সিটসিপাসের বিরুদ্ধে বার্সেলোনা ওপেনের ফাইনাল তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে জিতেছেন রাফায়েল নাদাল। যদিও ম্যাচের প্রথম সেটে অনায়াস জয় পান স্প্যানিশ কিংবদন্তি। ৬-৪ গেমের ব্যবধানে ওই সেট জেতেন নাদাল। তবে দ্বিতীয় সেটেই লড়াইয়ে ফিরে আসেন গ্রিসের তারকা। টাইব্রেকারে (৭-৬) ওই সেট জিতে ম্যাচে সমতা ফেরান সিটসিপাস। তৃতীয় সেটে দুই তারকার দুর্ধর্ষ লড়াই দেখে মুগ্ধ হয় বিশ্বের টেনিস মহল।

বার্সেলোনা ওপেনের তৃতীয় সেট ৭-৫ গেমের ব্যবধানে জেতে রাফায়েল নাদাল। যদিও ওই সেটে এক সময় ম্যাচ পয়েন্ট বাঁচানোর জন্য লড়াই করছিসলেন স্প্যানিশ তারকা। নিজের সব অভিজ্ঞতা প্রয়োগ করে সেই ম্যাচ পয়েন্ট থেকে বেরিয়ে মোকাবিলা জেতেন রাফা। তিন ঘণ্টা ৩৮ মিনিট ধরে চলা এই ম্যাচ দেখে মুগ্ধ হয়েছে বিশ্ব।

হাড্ডাহাড্ডি এই ম্যাচ জিতে উচ্ছ্বসিত হয়েছেন রাফায়েল নাদাল। বার্সেলোনা ওপেনের শেষ ১৬টি ফাইনালের মধ্যে ১২টিতে জয় হাসিল করেছেন স্প্যানিশ কিংবদন্তি। তবে ঘরোয়া পরিবেশে এবারের ফাইনালে তিনি যে প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হয়েছেন, এর আগে কোনও দিন হননি বলে স্বীকার করেছেন রাফা। করোনা ভাইরাসের জেরে বাতিল হয়ে গিয়েছিল ২০২০ সালের বার্সেলোনা ওপেন। টুর্নামেন্টের ২০১৯ সংস্করণের ফাইনালে ড্যানিল মেদভেদেভের মুখোমুখি হয়েছিলেন ডমিনিক থিয়েম। স্ট্রেট সেটে ম্যাচ ও খেতাব জিতেছিলেন থিয়েম। উল্লেখ্য ২০০৫ থেকে ২০০৯, ২০১১ থেকে ২০১৩ এবং ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে তিন দফায় টানা বার্সেলোনা ওপেন জিতেছেন রাফায়েল নাদাল।

English summary
Rafael Nadal won Barcelona Open Title 12th time by beating Stefanos Tsitsipas
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X