For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Wimbledon 2022: ফ্রিটজের বিরুদ্ধে পঞ্চম সেটের টাইব্রেকারে জয়! সেমিফাইনালে উঠলেও খেলা নিয়ে অনিশ্চয়তা নাদালের

আমেরিকার টেলর ফ্রিটডকে পঞ্চম সেটের টাইব্রেকারে হারিয়ে উইম্বলডন (wimbledon) ২০২২-এর সেমিফাইনালে (semifinal)) পৌঁছে গেলেন রাফায়েল নাদাল ( rafael nadal)। সেন্টার কোর্টে নাদাল ১১ তম বাছাইআমেরিককানকে ৩-৬, ৭-৫, ৩-৬, ৭-৫,

  • |
Google Oneindia Bengali News

আমেরিকার টেলর ফ্রিটডকে পঞ্চম সেটের টাইব্রেকারে হারিয়ে উইম্বলডন (wimbledon) ২০২২-এর সেমিফাইনালে (semifinal)) পৌঁছে গেলেন রাফায়েল নাদাল ( rafael nadal)। সেন্টার কোর্টে নাদাল ১১ তম বাছাই আমেরিককানকে ৩-৬, ৭-৫, ৩-৬, ৭-৫, ৭-৬(১০-৪)-এ হারিয়ে দেন।

Wimbledon 2022: ফ্রিটজের বিরুদ্ধে পঞ্চম সেটের টাইব্রেকারে জয়! সেমিফাইনালে উঠলেও খেলা নিয়ে অনিশ্চয়তা নাদালের

রাফালের এই জয় ক্যালেন্ডার বর্ষে গ্রান্ডস্লামের সম্ভাবনাকে বাঁচিয়ে রেখেছে। ফাইনালে জায়গা করে নিয়ে ৩৬ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড সামনের রবিবার খেলবেন নিক কিরগিওসের বিরুদ্ধে। ২২ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী দিতীয় সেটে টাইমআউটের জন্য কোর্ট ছাড়লেও ফিরে আসেন। টেলর ফ্রিটজের বিরুদ্ধে পাঁচ সেটের খেলায় দ্বিতীয় সেটে পেটে ব্যথার কারণে অসুবিধায় পড়েন নাদাল।
২২ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন নাদাল বলেছএন, বৃহস্পতিবার তাঁর আরও কিছু পরীক্ষা হবে। গত প্রায় একসপ্তাহ ধরে তিনি ব্যথায় ভুগছেন। খেলার সময় তা আরও বাড়ে। তাঁকে ব্যথার ওষুধ দেওয়া হয়। তবে এই ব্যথা নিয়ে তিনি সেমিফাইনালে কতটা এগোতে পারবেন তা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছে।
কিরগিওয়ের বিরুদ্ধে শুক্রবার খেলার সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নাদাল জবাব দেন, তিনি বলতে পারছেন না। পরের দিন কী ঘটবে, সে সম্পর্কে তিনি বলতে পারবেন না বলেো জানান। অর্থাৎ সেমিফাইনালে নিজের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তবে নাদাল জানিয়েছেন, ব্যথা হলেও টুর্নামেন্ট ছেড়ে যাওয়া সহজ নয়, উইব্মলডন ছেড়ে যাওয়াও সহজ নয়। লড়াইয়ের মনোভাব নিয়েই তিনি কোয়ার্টার ফাইনালের খেলা শেষ করেছেন বলে জানিয়েছেন।

অল ইংল্যান্ড ক্লাবে কোয়ার্টার ফাইনালে ৮-০-এ জিতেছিলেন দ্বিতীয় বাছাই নাদাল।
১৯৬৯ সালে একই ক্যালেন্ডার বর্ষে চারটি বড় টুর্নামেন্ট জেতার শেষ ব্যক্তি ছিলেন রড লেভার।

লিটার পিছু তেলের দাম কমাতে হবে ১০ টাকা! ভোজ্য তেল প্রস্তুতকারকদের একাধিক নির্দেশ মোদী সরকারেরলিটার পিছু তেলের দাম কমাতে হবে ১০ টাকা! ভোজ্য তেল প্রস্তুতকারকদের একাধিক নির্দেশ মোদী সরকারের

English summary
Rafael Nadal wins against Taylor Fritz of USA and advanced to the Wimbledon Semifinal 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X