For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে রাফায়েল নাদাল, সানিয়াদের অভিযান শেষ

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জিতে পুরুষদের টেনিসে বিশ্বের প্রথম তারকা হিসেবে ২১তম গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস জয় থেকে আর ঠিক দুই ধাপ দূরে রাফায়েল নাদাল। আজ কানাডার ডেনিস শাপোভালোভকে পাঁচ সেটের ম্যারাথন লড়াইয়ে হারিয়ে সপ্তমবারের জন্য অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠলেন রাফা।

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে নাদাল, সানিয়াদের অভিযান শেষ

এদিন কোয়ার্টার ফাইনালে চতুর্দশ বাছাই শাপোভালোভের বিরুদ্ধে প্রথম দুটি সেট ৬-৩, ৬-৪ ব্যবধানে জিতে নিয়েছিলেন টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই স্প্যানিয়ার্ড নাদাল। কিন্তু এরপর দারুণ কামব্যাকের মাধ্যমে ২২ বছরের কানাডার শাপোভালোভ পরের দুটি সেট জিতে নেন ৬-৪, ৬-৩ ব্যবধানেই। যদিও নির্ণায়ক সেটে প্রতিপক্ষের কয়েকটি আনফোর্সড এরর ও সুযোগ নষ্টের পূর্ণ সদ্ব্যবহার করে শেষ হাসি হাসেন নাদাল।

৪ ঘণ্টা ৮ মিনিটের ম্যারাথন লড়াই জেতা নাদালকে চতুর্থ সেট চলাকালীন পেটের সমস্যার জেরে কিছুটা অসুবিধায় পড়তে হয়েছিল। টাইম আউটেরও প্রয়োজন হয়। কিন্তু পঞ্চম সেটে কানাডিয়ান প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি তিনি, সেট জিতে নেন ৬-৩ ব্যবধানে।

অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে নাদাল, সানিয়াদের অভিযান শেষ

মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে এদিনের বড় অঘটনটি ঘটিয়েছেন মার্কিন ম্যাডিসন কিজ। ছিটকে দিয়েছেন চতুর্থ বাছাই বারবোরা ক্রেজসিকোভাকে। খেলার ফল ৬-৩, ৬-২।

সানিয়া মির্জার কাছেও তাঁর কেরিয়ারে অস্ট্রেলিয়ান ওপেন অভিযান এদিনই শেষ হয়ে গিয়েছে। সানিয়া মির্জা চলতি মরশুমের শেষেই অবসর নেবেন বলে আগেই জানিয়েছিলেন। এদিন মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনাল থেকেই সানিয়া ও রাজীব রামের জুটিকে ছিটকে দিয়েছে ক্রমতালিকায় অনেক নীচে থাকা অস্ট্রেলিয়ার ফোরলিস-কুবলার জুটি। ১ ঘণ্টা ৩১ মিনিটের লড়াইয়ে সানিয়ারা হেরে গেলেন ৪-৬, ৬-৭ ব্যবধানে।

English summary
Rafael Nadal Wins 5 Sets Marathon To Reach Australian Open Semi Final. Sania Mirza Knocked Out Of Mixed Doubles.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X